Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, জুলাই ২০২০ | ২৬ আষাঢ় ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

শুভর জায়গা নিলেন অর্জুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০১৯, ০৯:২১ PM আপডেট: ০৩ আগস্ট ২০১৯, ০৯:২১ PM

bdmorning Image Preview


ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। কলকাতার ‘অভিযাত্রিক’ সিনেমায় অপু চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুত হচ্ছিলেন তিনি। কিন্তু ভিসা জটিলতার কারণে ছবিটিতে কাজ করা হচ্ছে না এই তারকা অভিনেতার।  ছবিটিতে শুভর জায়গায় অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত উপন্যাসের শেষভাগ নিয়ে তৈরি শুভ্রজিৎ মিত্রর ছবি ‘অভিযাত্রিক’। সত্যজিৎ রায় ১৯৫৯ এর ‘অপুর সংসার’ এ ‘অপু ট্রিলজি’ শেষ করেছিলেন। এবার সেখান থেকেই শুরু হবে ‘অভিযাত্রিক’। ছবিতে অপু এবং তার সন্তানের সম্পর্কটা নতুন করে দেখানো হবে।

দীর্ঘ ৬০ বছর পর বড় পর্দায় ফিরে আসবে অপু।‘অভিযাত্রিক’ এর শুটিং হবে ভারতের বেশ কয়েকটি জায়গায়। ছবিটি সাদাকালোতে নির্মাণ করা হবে যেন দর্শকরা ছবির আসল স্বাদ পায়। আর এই ছবিতে ৪০ এর দশকের ভারত দেখানো হবে।

ছবিতে অপুর বন্ধুর চরিত্রে সব্যসাচী চক্রবর্তী, লীলা চরিত্রে অর্পিতা চট্টোপাধ্যায়, নুদি চরিত্রে শ্রীলেখা মিত্র, অপর্ণা চরিত্রে দিতিপ্রিয়া রায়, রানুর বড় বোনের চরিত্রে সোহাগ সেন অভিনয় করবেন। ছবির সঙ্গীতে থাকছেন বিক্রম ঘোষ। জানা গেছে, ছবির গানগুলো হবে ৩০ এর দশকের মতো। কিছু ফোক গানও থাকবে ছবিতে।

Bootstrap Image Preview