Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে বিশ্বসুন্দরী বিদিশা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই ২০১৯, ০৪:৫৪ PM আপডেট: ২৭ জুলাই ২০১৯, ০৪:৫৪ PM

bdmorning Image Preview


কানে শুনতে পান না। পৃথিবীটা তার জন্য নিঃশব্দ। ফলে মানুষের অবজ্ঞাও জুটেছে বিস্তর। কিন্তু নিজের শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে ‘মিস ডিফ ওয়ার্ল্ড ২০১৯’ মুকুট জিতেছেন বিদিশা বালিয়া।

গত ২২ জুলাই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রথম ভারতীয় হিসেবে সেরার মুকুট পরার গৌরব অর্জন করেন বিদিশা। এতে রানার্সআপ হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রতিযোগী। ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগরের মেয়ে বিদিশা এখন অনেকের কাছে অনুকরণীয় হয়ে উঠেছেন।

প্রথমে খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন বিদিশা। তিনি মূলত টেনিস খেলোয়াড়। বধিরদের জন্য আয়োজিত অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। পরে ইনজুরিতে পড়ায় সুন্দরী প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হন ২১ বছরের এই তরুণী।

উল্লেখ্য, ২০০১ সালে স্পেনে প্রথম ‘মিস ডিফ ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে চ্যাম্পিয়ন হন ইউক্রেনের ভিক্টোরিয়া প্রায়তেচেনকো।

Bootstrap Image Preview