Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খল অভিনেতা গাংগুয়া আইসিইউতে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০১৯, ০২:৫৭ PM আপডেট: ১৩ জুলাই ২০১৯, ০২:৫৭ PM

bdmorning Image Preview


ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা পারভেজ গাংগুয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি আইসিইউ’তে আছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিল্পী সমিতির সেক্রেটারী অভিনেতা জায়েদ খান।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে হঠাৎ তিনি স্ট্রোক করে। যার ফলে তার ডান পাশ অবশ হয়ে যায়। প্রথমে তাকে রাজধানীর বারডেমে ভর্তি করা হয়। পরে হৃদরোগে আক্রান্ত হলে গাংগুয়াকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।

এদিকে পারভেজ গাংগুয়ার মেয়ে ফেসবুকে তার বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

তিনি লিখেছেন, ‘আমি পারভেজ গাঙ্গুয়ার মেয়ে সবার কাছে আব্বুর জন্য দোয়া চাইছি। আমার আব্বু হসপিটালে এডমিট, এখন ব্রেইন ইটার্নাল ব্লিডিং হয়েছে। প্লিজ ‘প্রে ফর হিম।’

উল্লেখ্য, গাঙ্গুয়া বগুড়ায় জন্মগ্রহণ করেন। তার আসল নাম মোহাম্মদ পারভেজ। তিনি শুরুর দিকে মঞ্চে অভিনয় করেন। পরে অভিনেতা জসিমের হাত ধরে ১৯৭৮ সালে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। চলচ্চিত্রে প্রবেশের পর জসিমের দেওয়া গাঙ্গুয়া নামে পরিচিতি পান। অভিনয়ের শুরুর দিকে বেশ ছোট চরিত্রে অভিনয় করার পর ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত দেওয়ান নজরুল পরিচালিত ‘মাস্তান রাজা’ চলচ্চিত্রে প্রথমবারের মত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন।

গাঙ্গুয়া ৭০০-এর বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র রাজাবাবু - দ্য পাওয়ার ২০১৫ সালে মুক্তি পায়।

Bootstrap Image Preview