Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সারাদেশে আশার প্রদীপ জ্বালিয়েছে 'আব্বাস'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই ২০১৯, ০৫:৩৩ PM আপডেট: ০৯ জুলাই ২০১৯, ০৬:০৩ PM

bdmorning Image Preview


ঢাকাই সিনেমায় আশার আলো জাগিয়েছে চিত্রনায়ক নিরবের নতুন সিনেমা আব্বাস। গেলো ৫ জুলাই সারাদেশে একযোগে মুক্তি পেয়েছে ছবিটি। সাইফ চন্দনের পরিচালনায় এতে নিরবের সঙ্গী হয়েছেন সোহানা সাবা।

সিনেমাটি মুক্তির আগে থেকেই বেশ আলোচনায় ছিল। পুরান ঢাকার ফরাশগঞ্জ এলাকায় আধিপত্য বিস্তারের ঘটনায় গড়ে উঠেছে চলচ্চিত্রটির কাহিনী।

সাম্প্রতিক সময়ে শাকিব খান ছাড়া অন্য নায়কের চলচ্চিত্র নিয়ে তেমন আলোচনা হয় না। বিশেষ করে সিনেমা মুক্তির আগে নায়কের লুক, টিজার-ট্রেলার বা গান নিয়ে মাতামাতি শাকিব খানের সিনেমা নিয়েই দেখা যায়। তবে এবার ভিন্নতা তৈরি করেছেন নিরব। ‘আব্বাস’ ছবির লুক, টিজার-ট্রেলার বা গান সামনে আশার পরই চারদিকে আলোচনা ছড়িয়ে দিয়েছেন তিনি।

মুক্তির পর সিনেমাটি ঘিরে সবাই আশার আলো দেখছেন। সিনেমা হল সংশ্লিষ্ট সবাই ধারণা করছেন এবার হয়ত সিনেমাটির মাধ্যমে সু’দিন ফিরবে ঢালি পাড়ায়।

বিভিন্ন সিনেমা হল ঘুরে দেখা যায়- সিনেমাটির দর্শক উপস্থিতি বেশ ভালো। যেসব হলে মুক্তি পেয়েছে ‘আব্বাস’: ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, মধুমিতা, বলাকা, রাজমনি, সেনা, শাহীন, পুনম, এশিয়া, গীত, মুক্তি, পূরবী, রানীমহল (ডেমরা), চম্পাকলি (টঙ্গী), বর্ষা (জয়দেব পুর), নিউগুলশান (জিনজিরা), গুলশান (নারায়নগঞ্জ), দর্শন (ভৈরব), শাপলা (রংপুর), মানষী (কিশোরগঞ্জ), মাধবী (মধুপর), রজনীগন্ধা (পাবনা চালা), রূপকথা (শেরপুর), আলমাস (চট্টগ্রাম), অভিরুচি (বরিশাল), পূরবী (ময়মনসিং), রাজিয়া (নাগরপুর), মালঞ্চ (টাঙ্গাইল), শঙ্খ (খুলনা), লিবার্টি (খুলনা), বনলতা (ফরিদপুর), রাজ (কুলিয়ার চর), বিজিপি (শিলেট), হ্যাপী (লক্ষীপুর), মুন (হোমনা), মেহেরপুর টকিজ (মেহেরপুর), মোহন (হবিগঞ্জ)।

Bootstrap Image Preview