Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিচ্ছেদের ১৭ বছর পর ফের মিলন!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০১৯, ০৬:৩৪ PM আপডেট: ০১ জুলাই ২০১৯, ০৬:৩৪ PM

bdmorning Image Preview


বলিউডের একসময়ের জনপ্রিয় জুটি মাধবন ও সিমরান। মণিরত্নমের পরিচালনায় সর্বশেষ 'কন্নাথিল মুথাম্মিতল' ছবিতে দেখা গিয়েছিলো তাদের। দীর্ঘ ১৭ বছর পর বিজ্ঞানী নামবি নারায়ণনের বায়োপিক 'রকেট্রি: দি নামবি এফেক্ট' ছবি দিয়ে পর্দায় ফিরছেন তারা।

ইনস্টাগ্রামে সিমরানের সঙ্গে তাঁর জুটির প্রত্যাবর্তনের ঘোষণা দেন মাধবন। ক্যাপশনে লেখেন, '১৫ বছর পর থিরু এবং ইন্দিরা, এখন শ্রী এবং শ্রীমতি নামবি নারায়ণ।'

ইতিমধ্যেই অবমুক্ত হয়েছে 'রকেট্রি: দি নামবি এফেক্ট' ছবিটির টিজার। ছবিতে মহাকাশ বিজ্ঞানী এস নামবি নারায়ণনের চরিত্রে অভিনয় করছেন মাধবন। নব্বই দশক থেকে সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্টের ক্ষতিপূরণের নির্দেশ সমস্ত ঘটনা তুলে ধরা হচ্ছে ছবিতে। এতে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন মাধবন।

প্রসঙ্গত, নামবি নারায়ণনকে গুপ্তচরবৃত্তির মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়। ১৯৯৪ সালে তিনি গ্রেফতার হন। সিবিআই ও সুপ্রিম কোর্টে ক্লিনচিট পান নামবি। চাঁদে অবতরণ করেছে ভারতের মহাকাশযান। সেই প্রকল্পের অংশ ছিলেন নামবি। ২০১৯ সালে পদ্ম বিভূষণে তাঁকে সম্মানিত করে ভারত সরকার।

Bootstrap Image Preview