Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ঢাকার মঞ্চ মাতাবেন নোবেল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন ২০১৯, ১০:০১ PM আপডেট: ৩০ জুন ২০১৯, ১০:০১ PM

bdmorning Image Preview


বাংলাদেশের ছেলে মাঈনুল আহসান নোবেল। ভারতীয় চ্যানেল জি বাংলার ‘সা রে গা মা পা’র প্রতিযোগী হিসেবে দুই বাংলায় বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এতদিন প্রতিযোগিতার মঞ্চে গাইলেও  আগামী ১৯ শে জুলাই বাংলাদেশে একটি জমকালো মিউজিক্যাল ইভেন্টে গাইবেন তিনি।

এটিএন ইভেন্টস ও সানগ্লো এন্টারটেইমেন্টের যৌথ আয়োজনে নোবেল ছাড়াও বাংলাদেশ ও ভারতের বেশকিছু জনপ্রিয় শিল্পী সুরের তালে মাতিয়ে রাখবেন। তাদের মধ্যে আছেন অঙ্কিত তিওয়ারি, সানা খান, ও আনিকা।

এটিএন বাংলার উপদেষ্টা মীর মোতাহার হাসান বলেন, ‘দুই দেশের দুই বাংলার শিল্পীদের নিয়ে এই অনুষ্ঠান সফল হবে বলে আশা করছি।‘

ভারত থেকে প্রথমবারের মত রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রী হলে মঞ্চ মাতাতে আসছেন ‘আশিকি ২’ ছবির ‘শুন রাহা হ্যায়’খ্যাত শিল্পী অঙ্কিত তিওয়ারি। বলিউডের বিভিন্ন ছবিতে তার গাওয়া ‘গালিয়া’, ‘কাতরা কাতরা’, ‘তু হে কে নেহি’, ‘বুন্দ বুন্দ’সহ অনেক হিট গান রয়েছে।

উল্লেখ্য, এ কনসার্টে সিলভার এর জন্য ২০০০ টাকা, গোল্ড এর জন্য ৫০০০ এবং ভিআইপি টিকেটের জন্য ১৫০০০ টাকা মূল নির্ধারণ করা হয়েছে। আগামী ৫ জুলাই থেকে ঢাকা শহরের রেস্তঁরাসহ অনলাইনেও পাওয়া যাবে এই শোর টিকেট।

Bootstrap Image Preview