Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মসজিদে নামাজ পড়তে গেলে অনেকে অবাক হয়ে যান: ইলিয়াস কাঞ্চন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন ২০১৯, ০৬:৩৭ PM আপডেট: ২৯ জুন ২০১৯, ০৮:১২ PM

bdmorning Image Preview


ঢালিউডের একসময়ের সুপারহিট নায়ক ইলিয়াস কাঞ্চন। সম্প্রতি তিনি ধর্মের প্রতি একটু বেশিই মনযোগী হয়েছেন।

কিছুদিন আগে এই অভিনেতা ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ ফরজ হজও পালন করে এসেছেন।

ধর্মের প্রতি তার এই ভালোবাসা দেখে অনেকেই অবাক হচ্ছেন। তিনি একজন চলচ্চিত্র অভিনেতা হয়ে ধর্মকে স্বাভাবিক মানুষের মতো নিলেও অনেকেই তার এই ধার্মিকতাকে স্বাভাবিক ভাবে না দেখে বাঁকা চোখে দেখছেন না।

এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, চলচ্চিত্রের মানুষের প্রতি অনেকের একটা খারাপ ধারণা জন্ম নিয়েছে। তাদের ধারণাই নেই, একজন চলচ্চিত্র ব্যক্তিত্বও নামাজ পড়তে পারেন। ধার্মিক হতে পারেন। মসজিদে নামাজ পড়তে গেলে অনেকে আমাকে দেখে অবাক হয়ে যান।

তিনি আরও বলেন, বিশেষ করে ধর্মীয় অনেক ব্যক্তিত্ব আমাদের অবজ্ঞা করে থাকেন। আমরা ধর্ম নিয়ে কোন কথা বললে সেটা তারা স্বাভাবিকভাবে নিতে পারেন না। আমরাও যে ইসলাম সম্পর্কে কিছু জানি, পড়াশোনা করি সে ব্যাপারে তারা খটকায় থাকেন। অবশ্য এখন অনেকেরই সেই খটকাটা কমে গেছে।

জনদরদী এ অভিনেতা বলেন, চলচ্চিত্রে থেকেও আমরা ধর্ম পালন করছি এটাতো আরো ইতিবাচক দিক। আমরা যারা চলচ্চিত্রে থেকেও ধর্ম পালন করি তারাও যদি সরে আসি তাহলে তো চলচ্চিত্র জগতটা পুরোটাই শয়তানের আখড়া হয়ে উঠবে।

সে সময় এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি ‘হাজি শরিয়তুল্লাহ’ নামে একটি ছবিও করেছি। একজন আল্লাহওয়ালা কিভাবে চলেন, কি করেন সেগুলো জানতাম বলেই ছবিটি করতে পেরেছি।

ইলিয়াস কাঞ্চন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। পাশাপাশি সমাজসেবার জন্য পেয়েছেন একুশে পদকও। ইলিয়াস কাঞ্চন এ যাবত মোট ২৬টি ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম ছবিটি ১৯৭৭ সালে মুক্তি পওয়া ‘বসুন্ধরা’। সর্বশেষ ছবি ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘বিজলী’। তার সবচেয়ে জনপ্রিয় ছবি ১৯৮৯ সালে মুক্তি পওয়া ‘বেদের মেয়ে জোসনা’। তাকে এখন ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন নিয়ে বেশ তৎপর থাকতে দেখা যায়।

Bootstrap Image Preview