Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অক্সফোর্ডের ডক্টরেট ডিগ্রি পেলেন রাহাত ফতেহ আলী খান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন ২০১৯, ০৩:৩১ PM আপডেট: ২৯ জুন ২০১৯, ০৩:৩১ PM

bdmorning Image Preview


সংগীতের ওপর বিশেষ দখল ও অনন্য অবদানের জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পাকিস্তানি সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলী খানকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

গত বুধবার (২৬ জুন) বিকেলে অক্সফোর্ডে উপস্থিত হয়ে এ সম্মাননা গ্রহণ করেন রাহাত ফতেহ আলী খান। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মুসলিম সুফিদের ভক্তিমূলক গান ও কাওয়ালির কিংবদন্তি হিসেবেও অভিহিত করে পাকিস্তানের এই গায়ককে। এর আগে ২০১৬ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে আজীবন সম্মাননা পেয়েছিলেন তিনি।

এ প্রসঙ্গে রাহাত ফতেহ আলী খান বলেন, ‘আজকের দিনটি আমার ও আমার পরিবারের জন্য একটি বিশেষ দিন। একই সঙ্গে যে মানুষগুলো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা ও সমর্থন জানিয়েছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা।’

সঙ্গীত ক্যারিয়ারে ৫০টি অ্যালবাম প্রকাশ করেছেন সূফী ও কাওয়ালি ঘরানার বিশ্ববিখ্যাত এই শিল্পী। বলিউড আর হলিউড মিলিয়ে গেয়েছেন একশ’ সিনেমার গান। কণ্ঠ দিয়েছেন ৫০টির মতো টিভি সিরিয়ালের টাইটেল ট্র্যাকে। সঙ্গীতপ্রেমিদের মাতিয়ে যাচ্ছেন আন্তর্জাতিক বড় আয়োজনের কনসার্টগুলোর মঞ্চে উঠে।

রাহাত ফতেহ আলী খান প্রাথমিকভাবে মুসলিম সুফি হিসেবে ভক্তিমূলক গান করতেন। তিনি ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানের ভাতিজা এবং ওস্তাদ ফারুখ ফতেহ আলী খানের পুত্র। সুফি, কাওয়ালি ও গজলশিল্পী হিসেবে সর্বাধিক পরিচিত তিনি। বলিউড সিনেমাশিল্পে একজন প্লেব্যাক শিল্পী হিসেবে তার অসামান্য অবদান রয়েছে।

Bootstrap Image Preview