Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বৃহস্পতিবার, অক্টোবার ২০১৯ | ২ কার্তিক ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

ইউরোপ মাতাতে যাচ্ছেন জেমস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০১৯, ১২:২৮ PM আপডেট: ২৫ জুন ২০১৯, ১২:২৮ PM

bdmorning Image Preview


নগরবাউল জেমস। তার গানের ভক্ত সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে। এবার ইউরোপের ভক্তদের মাতাতে মঙ্গলবার (২৫ জুন) সকাল ৮টায় দেশ ছেড়েছেন তিনি।

ইউরোপের দুটি দেশ সুইডেন ও ডেনমার্কে শো করবেন তিনি। ২৮ জুন সুইডেনের রাজধানী স্টকহোম এবং ২৯ জুন ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে গান করবেন জেমস। শো দুটির আয়োজন করেছে যথাক্রমে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্ক এবং ফেস মিডিয়া ইভেন্ট।

জেমসের এই যাত্রায় সঙ্গী হয়েছেন ফান্টি (ড্রামস), সাব্বির (বেইস গিটার), তমাল (কি-বোর্ড), রানা (রিদম গিটার) এবং জেমসের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন। শো শেষে আগামী ১ জুলাই দেশে ফিরবেন সবাই।

প্রসঙ্গত, ফ্রান্স, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, জার্মানি, ইতালিসহ ইউরোপের অনেক দেশে আগেই শো করেছেন জেমস।

Bootstrap Image Preview