Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শুক্রবার, অক্টোবার ২০১৯ | ২ কার্তিক ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

পর্দায় অমিতাভ-ইমরানের নতুন রহস্য!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০১৯, ০৭:১৮ PM আপডেট: ২৩ জুন ২০১৯, ০৮:০১ PM

bdmorning Image Preview


বলিউডের এসময়কার জনপ্রিয় নায়ক ইমরান হাশমি। দাপুটে এই অভিনেতার রোমাঞ্চে জুরি মেলা ভার। এই বিষয়ে তার ধারে কাছেও কেউ নেই। তবে রোমাঞ্ছের বাইরেও এই অভিনেতা হরর ও থ্রিলার ধর্মী সিনেমা করে বেশ নাম কামিয়েছন।

তার উল্লেখযোগ্য হরর-থ্রিলার ধর্মী সিনেমা গুলো হল- 'মার্ডার', 'জন্নত' সিরিজ 'রাজ' সিরিজ, 'এক থি ডায়েন'-এর মতো সিনেমা। তবে চলতি বছরের শুরুতেই তাঁর 'হোয়াই চিট ইন্ডিয়া' বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি।

তার আগের সিনেমাটি সাড়া জাগাতে না পারলেও এবার তিনি ফিরছেন রহস্য-রোমাঞ্চকে একই সঙ্গে নিয়ে। যে সিনেমার নাম 'চেহরে'। সম্প্রতি শেষ হয়েছে সিনেমাটির শুটিং। শুটিং শেষ হতেই প্রকাশ্যে এসেছে ইমরানের প্রথম লুক। নিজের ট্যুইটার হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেছেন তিনি।

'চেহরে' ইমরানের পাশাপাশি দেখা যাবে বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনকে। অমিতাভকে এই সিনেমায় প্রথম বারের মত দেখা যাবে একজন বিচারকের ভূমিকায়। মে মাসে ছবির শুটিং শুরু হওয়ার সময় বিগ বি প্রকাশ করেছিলেন তাঁর প্রথম লুক ও শুটিং সেটের কিছু মুহূর্তের ছবি।

'চেহরে' সিনেমাটি পরিচালনা করেছেন রুমি জাফরি এবং প্রযোজনা করেছেন আনন্দ পণ্ডিত। চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, ইমরান হাশমি, কৃতি খারবান্দা, রিয়া চক্রবর্তীসহ আরো অনেকে। সিনেমাটির শুটিং শুরু হয় ২০১৯ সালের ১০ মে। ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Bootstrap Image Preview