Bootstrap Image Preview
ঢাকা, ২৩ সোমবার, সেপ্টেম্বার ২০১৯ | ৮ আশ্বিন ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

সবার সামনেই সিকিউরিটিকে চড় মারলেন সালমান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০১৯, ০৯:৪৩ PM আপডেট: ১২ জুন ২০১৯, ০৯:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


‘বলিউড’ নাম শুনলেই সবার চোখে ভাসে বলিউডের বিভিন্ন তারকার চেহারা। আর যদি বলিউডে নানা ধরনের বিতর্কিত কাজ কে করে তাহলে সবার আগে চলে আসে বহুল সমালোচিত সাল্লু(সালমান) ভাই এর কথা।

এবারও এমন বির্তকের প্রশয় দিয়েছেন সালমান খান,২০০২ এ মুম্বাইয়ে গাড়ি দুর্ঘটনায় গৃহহীন চারজনকে আহত ও একজনকে হত্যার অভিযোগেও অভিযুক্ত হয়েছিলেন তিনি।

এবারের ঈদে সালমান খানের ছবি ‘ভারত’ সুপারহিট হয়েছে। কিন্তু তার মধ্যেই তিনি ঘটালেন অঘটন। আচমকাই সালমান খান তার সিকিউরিটি গার্ডের দায়িত্বে থাকা একজনকে সপাটে চড় মারলেন। আর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

এ ঘটনার পর সালমানকে নিয়ে শুরু হয়েছে নতুন করে বিতর্ক। নেটিজেনদের মনে প্রশ্ন কেন এভাবে এক সিকিউরিটি গার্ডকে চড় কষলেন সালমান?

জানা যায়, নিজের ছবি দেখে হল থেকে বের হচ্ছিলেন সালমান। ভিড়ের মধ্যে সালমানের জন্য রাস্তা করে দেওয়ার সময় একটি বাচ্চা সালমানের কাছে যেতে যায়। তখনই তাকে সরিয়ে দেন ওই নিরাপত্তারক্ষী। কিন্তু যেভাবে ওই বাচ্চাটিকে তিনি সরান তা দেখে সালমান রেগে যান। ওখানেই দাঁড়িয়ে পড়ে চড় কষিয়ে দেন তিনি। আর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। সালমানের পক্ষে-বিপক্ষে সরব হয়েছেন ভক্ত ও সমালোচকরা।

Bootstrap Image Preview