Bootstrap Image Preview
ঢাকা, ১৭ মঙ্গলবার, সেপ্টেম্বার ২০১৯ | ২ আশ্বিন ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

মেহজাবিনের অজানা ১০ তথ্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০১৯, ০২:৩৭ PM আপডেট: ১০ জুন ২০১৯, ০২:৩৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বর্তমান সময়ের বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মেহজাবিনকে নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন আছে। আর সেই প্রশ্নগুলোর উত্তর সাধারণত পাওয়া যায় না। বিভিন্ন সময় তার ফ্যানরা গুগলে খোঁজ করে সেসব তথ্য। কিন্তু তাতেও মিলে না সেইসব তথ্য। সাধারণ তবে অজানা এমন কিছু তথ্যই জানানো হলো পাঠকদের।

মেহজাবীনের প্রথম নাটক:

প্রথম নাটক ‘তুমি থাক সিন্ধু পারে’। ২০১০ সালের ২১ ফেব্রুয়ারি স্পেশাল নাটক। নাটকটি প্রচার হয়েছে চ্যানেল আইয়ে। পরিচালক ছিলেন ইফতেখার রহমার ফাহমি, সহ অভিনেতা ছিলেন মাহফুজ আহমেদ।

মেহজাবীনের বিয়ে:

বিয়ে হয়নি।

মেহজাবীনের উচ্চতা:

৫ফিট ৩ইঞ্চি।

মেহজাবিনের নামের অর্থ:

শুদ্ধ উচ্চারণ, মেহজাবি। আমার নামের ‘ন’ শব্দটা বানানে থাকলেও এটা কিন্তু উচ্চারনে নয়। এটা সাইলেন্ট। নামের অর্থ যার মুখ চাঁদের মত। নামটা দিয়েছেন তার আম্মু।

মেহজাবীনের পরিবার:

তিন বোন দুই ভাইয়ের মধ্যে মেহজাবিন বড়, মা আর বাবা আছেন।

মেহজাবীনের পারিশ্রমিক:

প্রথম কাজের পারিশ্রমিক ১৫হাজার টাকা,ঐ টাকা তিনি ব্যাংকে রেখে ছিলেন। তবে এখন মেহজাবিন নাটক প্রতি ৫০হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন বলে জানা যায়।

মেহজাবীনের প্রেমিক:

গুঞ্জন রয়েছে, আদনান আল রাজিব (পরিচালক)। তবে তিনি মনে করেন, পুরো বাংলাদেশের সবাই তাকে ভালোবাসে। তাই সবাই তার প্রেমিক।

মেহজাবীনের ডায়েট:

 ২০১০-২০১৯ এত বছর ডায়েট করেনি, এখন করছি, বিরিয়ানী,কাচ্চি পেলে ডায়েট ভুলে যান।

মেহজাবীনের গ্রামের বাড়ি:

চট্রগ্রামের মেয়ে।

মেহজাবিনের জন্ম ও বেড়ে ওঠা:

সংযুক্ত আরব আমিরাতে ।

Bootstrap Image Preview