Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপে টাইগার ভক্তদের জন্য ফুয়াদের “চলো বাংলাদেশ"

বিডিমর্নিং : বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০১৯, ০৩:৩৮ PM আপডেট: ২৪ মে ২০১৯, ০৩:৩৮ PM

bdmorning Image Preview


ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ উপলক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট দলের ভক্তদের অনুপ্রেরণা দিতে গ্রামীণফোন নিয়ে এসেছে ফ্যান অ্যানথেম ‘চলো বাংলাদেশ’। তারুণ্যের উদ্দীপনাময় এ গানটি তৈরি করেছেন জনপ্রিয় সুরকার ও সঙ্গীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির।

ক্রিকেট এমনই একটি উপলক্ষ, যাকে কেন্দ্র করে পুরো দেশের মানুষ মেতে উঠে উৎসবে। দলের সাফল্যে শুধুমাত্র সবাই আনন্দিত হয় তা নয়, জাগ্রত হয় দেশপ্রেমও। আসন্ন আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৯- এর উদ্দীপনাকে কেন্দ্র করে এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য কামনা করেই এই ফ্যান অ্যানথেমটি তৈরি করা হয়েছে।

সঙ্গীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির বলেন, এই গানটি পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে থাকা সকল বাংলাদেশিকেই অনুপ্রেরণা দিবে। গানের লিরিক্সে বাংলাদেশ টিম সহ ১৬ কোটি মানুষের আশা আকাঙ্খা আর উদ্দীপনার কথা বলা হয়েছে। আমার বিশ্বাস, গানটি সবাই পছন্দ করবে এবং এই গানটি আমাদের ক্রিকেটের জয়যাত্রার অংশ হয়ে দাঁড়াবে।

গানটি শোনা যাবে ২৪শে মে থেকে গ্রামীণফোনের জিপি মিউজিক প্ল্যাটফর্মে।

এছাড়াও টিভির পাশাপাশি পুরো গানের ভিডিও পাওয়া যাবে বাইস্কোপ, এবং গ্রামীণফোনের ফেসবুক ও ইউটিউব ফ্যানপেজে।

Bootstrap Image Preview