Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, আগষ্ট ২০১৯ | ২ ভাদ্র ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

কারিনার চোখে বড় ‘খান’ কে?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০১৯, ১২:৫৪ PM আপডেট: ১৫ মে ২০১৯, ১২:৫৪ PM

bdmorning Image Preview


বলিউডের তারকা অভিনেত্রী কারিনা কাপুর খান। বলিউডের প্রায় সকল খানের সঙ্গে পর্দা শেয়ার করেছেন। বাস্তব জীবনেও খানের সঙ্গে ঘর করছেন। খানের মধ্যে ঘুরপাক খেলেও বলিউডের বড় খানের সঙ্গে এখনো নিজের কেমিস্ট্রি জমাতে পারেননি নায়িকা। তবে এবার সেই সুযোগ এসেছে। বড় খানের সঙ্গে পর্দায় দেখা যাবে কারিনাকে।

শাহরুখ খান, আমির খান, সালমান খান, সাইফ আলি খান সকলের সাথেই নিজের কেমিস্ট্রি জমিয়েছেন কারিনা। তাহলে কে এই বড় ‘খান’? তিনি আর কেউ নন, সকলের প্রিয় ইরফান খান। সম্প্রতি ইরফান খানের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছেন এই অভিনেত্রী। আর এই সুযোগকে এক বিরাট সম্মান হিসেবে দেখছেন তিনি।

‘আংরেজি মিডিয়াম’ ছবিতে কারিনা কাপুর খানকে দেখা যাবে পুলিশের চরিত্রে। ১৫ মে থেকে ইরফান খান, দীপক দবরিয়াল ও রাধিকা মাদানদের সঙ্গে শুটিংয়ে অংশ নেবেন তিনি। গত এপ্রিলে উদয়পুরে এই ছবির শুটিং শুরু হয়েছে। যদিও এই ছবিতে ইরফান খানের সঙ্গে তথাকথিত রোমান্টিক সম্পর্ক নেই কারিনার। তবু কারিনার চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ।

কারিনা কাপুর খানের একজন মুখপাত্র জানান, বলিউডের এই তারকা এরই মধ্যে ‘আংরেজি মিডিয়াম’ ছবির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। যেহেতু এর আগে তিনি পুলিশ চরিত্রে অভিনয় করেননি, তাই চরিত্রটি নিয়ে পরিচালক হোমি আদজানিয়ার সঙ্গে আলোচনা করেছেন।

ক্যানসারকে জয় করে ফিরে এসেই ইরফান খান এই ছবির কাজে যুক্ত হয়েছেন। এখানে তাঁর চরিত্রের নাম চম্পক, মিষ্টির দোকানদার। ইরফান খান প্রথম দিনের শুটিংয়ের একটি ছবি পোস্ট করেন টুইটারে। সেখানে দেখা যায়, তিনি দাঁড়িয়ে আছেন ঘসিটেরাম মিষ্টান্ন ভান্ডারের (জিএমবি) সামনে। ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘সেই ১৯০০ সাল থেকে আপনাদের সেবায় জিএমবি।

উল্লেখ্য, ‘আংরেজি মিডিয়াম’ শেষ করে অক্ষয় কুমারের বিপরীতে ‘গুড নিউজ’ ছবির শুটিংয়ে অংশ নেবেন কারিনা কাপুর খান। অন্যদিকে করণ জোহরের পরিচালনায় ‘তখত’ তো আছেই।

Bootstrap Image Preview