Bootstrap Image Preview
ঢাকা, ২৪ শনিবার, আগষ্ট ২০১৯ | ৯ ভাদ্র ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

প্রেম নিয়ে মুখ খুললেন তানজিন তিশা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০১৯, ০৪:৪৭ PM আপডেট: ১৪ মে ২০১৯, ০৪:৪৭ PM

bdmorning Image Preview


জনপ্রিয় সংগীত তারকা হাবিব ওয়াহিদের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী তানজিন তিশার নতুন প্রেমের খবর মেলেনি। মানুষের জীবনে বহু প্রেম আসে-যায়। তবে প্রথম প্রেমের কথা/স্মৃতি সকলের মনে গেঁথে থাকে। নিজের জীবনের প্রথম প্রেম ভুলতে পারেননি তানজিন তিশা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যখন মতিঝিল মডেল হাইস্কুলের পড়ি, তখন বড় বোনের এক বন্ধুর সঙ্গে প্রেমের সম্পর্ক হয়েছিল। ছেলেটি কলেজে পড়ত। বোনের বন্ধু হওয়ার কারণে ছেলেটি প্রায় আমাদের বাসায় আসতো। ছেলেটিকে আমার খুব ভালো লাগতো। বোনকে নিয়ে আমরা একসঙ্গে ঘুরতে যেতাম।

একদিন ছেলেটি আমাদের বাসায়, একটি চিরকুট রেখে যায়। খুলে দেখি সে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। এভাবে বেশ কয়েক মাস চলতে থাকে আমাদের প্রেম-ভালোবাসা। মাস তিনেকের মাথায় আমাদের প্রেমের কথা বাসায় জেনে যায়। এরপর চলে মা-বাবার বকাবকি। বকা খেয়ে ওইদিন শেষ হয় আমাদের সম্পর্ক।’

প্রথম প্রেমপত্র পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘ক্লাস ফাইভে প্রথম প্রেমের চিঠি পাই। ওই বয়সে প্রেম কি জিনিস আমি বুঝতাম না। চিঠিগুলো এলাকার এক বড় ভাই, বাসার দারোয়ানের কাছে দিয়ে যেত। তবে মজার বিষয় হচ্ছে, চিঠিতে তিনি নাম লিখতেন না। একদিন সে বড় ভাই চিঠিগুলোর কথা স্বীকার করেন।‘

Bootstrap Image Preview