Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ভারতে চালু হচ্ছে বিটিভি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মে ২০১৯, ০২:০৭ PM আপডেট: ০৮ মে ২০১৯, ০২:০৭ PM

bdmorning Image Preview


দেশের গণ্ডি পেরিয়ে ভারতে যাচ্ছে বিটিভি। আগামী মাসেই দূরদর্শন ফ্রি ডিশের মাধ্যমে ভারতে বিটিভির অনুষ্ঠান সম্প্রচার করা হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব অমিত খেরের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এছাড়া বৈঠকে দু'দেশের মধ্যে শক্তিশালী কম্যুনিটি রেডিও নেটওয়ার্ক গড়ে তোলার বিষয়টি তুলে ধরা হয়। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর চলচ্চিত্র নির্মাণের বিষয় নিয়েও আলোচনা হয়। বৈঠকে চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগল ও বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্রের চিত্রনাট্যকার অতুল তিওয়াড়িও উপস্থিত ছিলেন।

বাংলাদেশে প্রতিনিধিদল এই চলচ্চিত্র নির্মাণের জন্য তাদের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। চিত্রনাট্যের জন্য গবেষণার কাজে অতুল তিওয়াড়ি বাংলাদেশে আসবেন বলেও জানা গেছে। যৌথ সহযোগিতায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ওপর নির্মিত তথ্যচিত্রের বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়।

Bootstrap Image Preview