Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে ‘শনিবার বিকেল’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মে ২০১৯, ০১:৩৫ PM আপডেট: ০৮ মে ২০১৯, ০১:৩৫ PM

bdmorning Image Preview


দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’ চলচ্চিত্রটি ৪১তম মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দুটি পুরস্কার জিতে নিয়েছে। সেই সাফল্যের পর মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত, জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল এবং টেনডেম প্রোডাকশন প্রযোজিত "শনিবার বিকেল" চলচ্চিত্রটি সিডনি ফিল্ম ফেস্টিভাল ২০১৯ এর জন্য নির্বাচিত হয়েছে।

আগামী ১০ই জুন দুপুর ২টায় এবং ১৩ই জুন রাত ৮টায় সিডনির "ড্যান্ডি অপেরা সিনেমা হলের সিনেমা ওয়ান" এ চলচ্চিত্রটির দুইটি প্রদর্শনী হবে।

চলচ্চিত্রটির প্রদর্শনী উপলক্ষে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা আগামী ৯ জুন সিডনি যাবেন। চলচ্চিত্রটি ফেস্টিভ্যালে প্রেজেন্ট করা ছাড়াও তারা অংশ নিবেন প্রশ্নোত্তর পর্ব এবং অন্যান্য আনুষ্ঠানিকতায়।

সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল তাদের প্রোগ্রাম নোটে ছবিটি সম্পর্কে লিখেছে, "বার্লিন ফেস্টিভ্যালে সিলভার বিয়ার জয়ী সিনেমাটোগ্রাফার আজিজ জাম্ভাকিয়েভের অনন্য সাধারন এক সিঙ্গেল শটের মধ্য দিয়ে এই অডাশিয়াস ছবি ‘শনিবার বিকেল‘ আমাদেরকে নিয়ে যায় ঢাকার একটা রেস্টুরেন্টের ভেতরে ঘটে যাওয়া এক ভীতিকর সময়ে। কিন্তু ফারুকীর আসল উদ্দিষ্ট সন্ত্রাসের চিত্রায়ন নয়। তার আসল আরাধ্য বিভিন্ন ধর্ম-বর্নের মানুষের মানবিকতায়, সন্ত্রাসের মুখে দাঁড়িয়ে মানবতার উদ্বোধনে।"

উল্লেখ্য, কিছুদিন আগে মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়ে "শনিবার বিকেল" ছবিটি দুইটি ইন্ডিপেন্ডেন্ট জুরি পুরস্কার অর্জন করে।

Bootstrap Image Preview