Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সংগীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে মন্ত্রিদের শোক ও দুঃখ প্রকাশ

বিডিমর্নিং : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ মে ২০১৯, ০৩:২৮ PM আপডেট: ০৭ মে ২০১৯, ০৩:২৮ PM

bdmorning Image Preview


বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ।

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, ‘দীর্ঘ ৪০ বছরের সঙ্গী জীবনে সুবীর নন্দী আড়াই হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও চলচ্চিত্রের অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন তিনি। এই গুণীশিল্পী চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একুশে পদকে ভূষিত হন। দেশের মানুষ তাকে ভুলবেনা।’

মন্ত্রী প্রয়াত সুবীর নন্দীর আত্মার শান্তিকামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আজ মঙ্গলবার ভোরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দী শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

প্রখ্যাত কণ্ঠশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে আইনমন্ত্রীর শোক: একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানা যায়।

আইনমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপি। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো: তৌহিদুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানা যায়।  

পররাষ্ট্রমন্ত্রী এক শোক বার্তায় বলেন, সুবীর নন্দীর মৃত্যুতে জাতি একজন বরেণ্য সংগীতশিল্পীকে  হারালো। সুবীর নন্দী চলে যওয়ায় বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গণে যে শূন্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়। এই গুণী শিল্পীর অবদান বাঙালি জাতি চিরদিন স্মরণ রাখবে।

তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
শিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম, এমপির শোক প্রকাশ করেছেন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ ইফতেখার হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানা যায়।

এক শোক বার্তায় আজ মন্ত্রী বলেন, শিল্পী সুবীর নন্দীর মৃত্যু বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

তিনি বলেন, সুবীর নন্দী তার কালজয়ী সৃষ্টির মধ্যে বেঁচে থাকবেন মানুষের মাঝে।
মন্ত্রী প্রয়াত সুবীর নন্দীর আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

নৌপরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম খান পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানা যায়।

আজ এক শোক বার্তায় প্রতিমন্ত্রী মৃত সুবীর নন্দীর আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

Bootstrap Image Preview