Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রমজানে নেই কোন নতুন সিনেমা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০১৯, ০৪:৩৩ PM আপডেট: ০৫ মে ২০১৯, ০৪:৩৩ PM

bdmorning Image Preview


আগামী মঙ্গলবার (৭ মে) থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। বছরে প্রতি মাসে কোন না কোন নতুন ছবি মুক্তি পেলেও এ মাসে কোন ছবিই আর মুক্তি পাচ্ছে না। তাই পুরোনো ছবিই দেখানো হবে হলগুলোতে।

আসন্ন ঈদকে সামনে রেখে চলচ্চিত্রপাড়া এখন ব্যস্ত সময় পার করছে। নতুন ছবির কাজ শেষ করতে তোড়জোড় শুরু করেছেন নির্মাতারা। রমজানকে ঘিরে প্রতি বছরের ন্যয় এবারও নতুন ছবি মুক্তির প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে।

পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘দেশের মানুষ ধর্মপ্রাণ, যে কারণে আমরা রোজায় ছবি মুক্তির পক্ষে না। এছাড়াও রোজায় দর্শক সমাগম কম থাকে, তাই প্রযোজকরা নতুন ছবি মুক্তি দিয়ে ঝুঁকি নিতে চান না। তবে ঈদকে ঘিরে জমজমাট হয়ে উঠবে হলগুলো।’

অন্যদিকে ছবির সঙ্কটে বেশ কয়েকদিন ধরেই বন্ধ আছে রাজধানীর মধুমিতা ও বলাকা সিনে ওয়ার্ল্ড। তবে বন্ধ হওয়াটা সাময়িক বলে জানান হল দুটির কর্তৃপক্ষ। ছবি সংকটে দেশের প্রায় শতাধিক সিনেমাহল বন্ধ হয়ে গেছে বলেও জানান প্রদর্শক সমিতির সভাপতি ও মধুমিতা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ।

Bootstrap Image Preview