Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুবীর নন্দীর অবস্থার কিছুটা উন্নতি, দ্রুত বিদেশে নেওয়ার পরামর্শ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ১২:১৯ PM আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ১২:১৯ PM

bdmorning Image Preview


কিংবদন্তি শিল্পী সুবীর নন্দীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে বিদেশে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার সকালে সুবীর নন্দীর জন্য গঠিত সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসক বোর্ড পরীক্ষা-নিরীক্ষা শেষে শিল্পীর পরিবারকে এমনটাই জানিয়েছে।

শিল্পীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, কর্তব্যরত চিকিৎসকরা সুবীর নন্দীকে পর্যবেক্ষণ করেছেন। তারা দীর্ঘ বৈঠক শেষে জানিয়েছেন, রোগীর অবস্থা উন্নতির দিকে। কিডনি, ব্লাডপ্রেসার, ডায়াবেটিস- এখন স্বাভাবিক পর্যায়ে আছে। তবে হার্টের অবস্থা বেশ জটিল। যেটির চিকিৎসার জন্য তারা আমাদের বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন।’

পহেলা বৈশাখের রাতে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় কিংবদন্তি এই শিল্পীকে।

Bootstrap Image Preview