Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আইয়ুব বাচ্চুর এলআরবিতে প্রধান ভোকাল হলেন বালাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ০৮:৪৮ PM আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ০৮:৪৮ PM

bdmorning Image Preview


দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় রক ব্যান্ড ‘লাভ রান্স ব্লাইন্ড’ (এলআরবি) এর জন্মদিন আজ। ১৯৯১ সালের ৫ এপ্রিল স্বপন, জয় ও এস আই টুটুলকে নিয়ে আইয়ুব বাচ্চু প্রতিষ্ঠা করেন এই ব্যান্ড। আজ বাচ্চু নেই কিন্তু প্রতিষ্ঠার ২৮ বছর পেরিয়ে ২৯-এ পা রাখলো ব্যান্ডটি।

গেল ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ব্যান্ডটির প্রতিষ্ঠাতা জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। তাকে হারানোর পরও ব্যান্ডের অন্যান্য সদস্যরা বাঁচিয়ে রাখতে চেয়েছেন ব্যান্ডটিকে।

কিছুদিন আইয়ুব বাচ্চুর ছেলে তাজোয়ারকে দেখা গেছে ভোকাল হিসেবে। ভোকাল সংকটে থাকা ব্যান্ডটিতে এবার প্রধান ভোকাল ও গিটার বাদক হিসেবে যুক্ত হলেন বালাম। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনটিতেই এলআরবির সঙ্গে যুক্ত হলেন বালাম।

রাজধানীর ক্যাফে থার্টি থ্রি রেস্টুরেন্টে এলআরবির জন্মদিনের অনুষ্ঠান থেকে ঘোষণা করা হয়, এখন থেকে এই ব্যান্ডের ভোকাল বালাম। এখন থেকে এলআরবির ভোকাল তিনি।

বালাম বলেন, এলআরবি একটা বড় নাম। সবাই মনে রাখবে এই ব্যান্ডটিকে। আমাদের লিজেন্ড বাচ্চু ভাই। আপনাদের কাছে অনুরোধ, কেউ আমাকে বাচ্চু ভাইয়ের রিপ্লেসমেন্ট ভাববেন না।

তিনি বলেন, বাচ্চু ভাইয়ের কোন রিপ্লেসমেন্ট সম্ভব না। আমি বালাম কোনো দিনও বাচ্চু ভাইয়ের মতো হতে পারব না। আমি চেষ্টা করবো এলআরবিকে সাপোর্ট দিনে। আপনাদের ভালোবাসা চাই।

প্রসঙ্গত, গত বছর ১৬ অক্টোবর রাতে রংপুরের একটি কনসার্টে শেষ অংশ নেন আইয়ুব বাচ্চু ও তার দল। ১৭ অক্টোবর ঢাকায় ফেরেন তিনি। ১৮ অক্টোবর সকালে নিজ বাসায় হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন এই কিংবদন্তি মিউজিশিয়ান।

দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড এলআরবি’র দলনেতা আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, গিটারিস্ট, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক। গিটারের জাদুকর হিসেবে আলাদা সুনাম ছিল তার। ভক্তদের কাছে তিনি ‘এবি’ নামেও পরিচিত।

Bootstrap Image Preview