Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হল বন্ধের হুমকির মাঝেই চলছে শাকিবের সিনেমার বুকিং

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ০২:১৫ PM আপডেট: ২১ মার্চ ২০১৯, ০২:১৫ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


আগামী ১২ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে দেশের ১৭৪টি সিনেমা হল। গেলো ১৩ মার্চ এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন কথা জানান মধুমিতা সিনেমা হলের অন্যতম কর্ণধার ও বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ।

আগামী জুন মাসের ঈদুল ফিতরকে উপলক্ষ করে শুরু হয়েছে ছবির বুকিং। শাকিব খানের নতুন চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’ গত বুধবার (২০ মার্চ) থেকে সিনেমা হলের জন্য বুকিং দেয় এজেন্টরা। প্রযোজক হিসেবে শাকিব খান নিজেই বুকিং পত্রে সই করেছেন। বুকিং মানি হিসেবে তিন হল থেকে সাড়ে ১১ লাখ টাকাও হাতে পেয়েছেন ছবিটির প্রযোজক শাকিব খান ও মোহাম্মদ ইকবাল হোসেন।

একদিকে সিনেমা হল বন্ধের ঘোষণা, অন্যদিকে সিনেমা হলে ছবি প্রদর্শন করার জন্য চলছে বুকিং। এমন দ্বিমুখী আচরণ নিয়ে প্রযোজক ইকবাল মন্তব্য করেন, ‘ভালো মানের ছবি পেলে দর্শক, হল মালিক ও প্রযোজক সবাই লাভবান হবে। তারা আসলে ভালো মানের ছবি চায়।’

তিনি আরো বলেন, ‘গতকাল থেকে আমরা ছবির জন্য বুকিং পাওয়া শুরু করেছি। বিকেলে ময়মনসিংয়ের ‘ছায়াবাণী’ সিনেমা হলে প্রথম বুকিং পাই। সেখান থেকে পাঁচ লাখ এক হাজার টাকা পেয়েছি। সন্ধ্যায় আরো দুটি সিনেমা হল সিরাজগঞ্জের ‘নিউ রজনীগন্ধা’ ও পাবনার ‘রূপকথা’ সিনেমা হলে বুকিং মানি পেয়েছি। ‘নিউ রজনীগন্ধা’য় চার লাখ এবং ‘রূপকথা’য় দুই লাখ ৫০ হাজার টাকাতে বুকিং হয়েছে।’

Bootstrap Image Preview