Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইউটিউবে বয়াতির ‘জল ও পানি’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ০১:৪৬ PM আপডেট: ১৮ মার্চ ২০১৯, ০১:৪৬ PM

bdmorning Image Preview


সোহেল রানা বয়াতির পরিচালনায় কবি ও চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক’র কবিতা অবলম্বনে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জল ও পানি’। সোমবার (১৮ মার্চ) জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি।

বরিশালের প্রত্যন্ত গ্রামে ‘জল ও পানি’র চিত্রগ্রহণের কাজ সম্পন্ন হয়েছে। চিত্রগ্রহণে ছিলেন ফরহাদ হোসেন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রাইসুল তমাল। সম্পাদনা করেছেন এইচ এম সোহেল,সংগীত করেছেন রাহাত ইসলাম। আমেরিকা, কানাডা, নেপাল,ভারতসহ বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে অংশগ্রহন করে চলচ্চিত্রটি বেশকটি শাখায় পুরস্কৃত হয়।

চলচ্চিত্রটি প্রসঙ্গে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘জল ও পানির মাঝখানের একটি বিভেদের স্রোতধারা আমাদের টেনে নিয়ে যাচ্ছে কোথায়? শুধু মানুষ হিসাবে আমরা কি কোথাও দাঁড়াবো না? কোনো কাঙ্ক্ষিত জনপদে? আমাদের এই বিভেদ দূর করা উচিৎ। এটিই আমার চলচ্চিত্রের মূল বক্তব্য।’

স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন বাপ্পিরাজ, নুসরাত জেরি, বদরুদ্দোজা, নিলুফার ওয়াহিদ, আ মা ম হাসানুজ্জামান ও শিশু শিল্পী আপন।

Bootstrap Image Preview