Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পরপারে চলে গেলেন বাঙালির ‘টেনিদা’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ০৯:৫২ AM আপডেট: ১৮ মার্চ ২০১৯, ০৯:৫২ AM

bdmorning Image Preview
ফাইল ছবি


না ফেরার দেশে চলে গেলেন বাঙালির ‘টেনিদা’ নামে খ্যাত শ্রেষ্ঠ কমেডিয়ান চিন্ময় রায়। রবিবার সোয়া ১০টার দিকে নিজের সল্টলেকের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যু সময় তার বয়স হয়েছিল ৭৯ বছর।

বাংলা সিনেমার সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ কমেডিয়ান ছিলেন তিনি। ধন্যি মেয়ে, বসন্ত বিলাপ, ননীগোপালের বিয়ে, চারমূর্তি’র মতো ছবিতে তার অভিনয় অমর হয়ে রয়েছে দর্শকের মনে।

তার প্রথম অভিনিত ছবি তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’। ‘গুপি গাইন বাঘা বাইন’-এ তিনি কাজ করেছিলেন সত্যজিৎ রায়ের সঙ্গে। ওই ছবিতে তার চরিত্রটি ছিল হাল্লার মন্ত্রীর গুপ্তচরের।

এই ছবিটির মুখ্য চরিত্রে তার অভিনয়ের জন্য বাংলা ছবির সমস্ত দর্শকের হৃদয়ে একটি নিজস্ব জায়গা নিয়ে রেখেছেন চিন্ময় রায়, সেটি হল- ‘চারমূর্তি’।

‘বসন্ত বিলাপ’ ছবিতে তার সংলাপ ‘একবার বলো উত্তমকুমার!’ এখনও সবার প্রিয়। বহুদিন আর কোনো ছবিতে কাজ করছিলেন না তিনি। শারীরিক অসুস্থতা এবং অন্যান্য কারণের জন্য। শেষ ছবিটির কাজ করেন ২০১৩ সালে এক ইন্দো-অস্ট্রেলিয় পরিচালকের সঙ্গে।

জানা যায়, দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন চিন্ময়বাবু। বছরখানেক আগে নিজের ফ্ল্যাটের নীচ থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। সে সময়ই তার মাথা, হাত ও পায়ে গুরুতর আঘাত লাগে। তার পর থেকেই অসুস্থ ছিলেন তিনি। সেই সঙ্গে বার্ধক্যজনিত কারণেও ভুগছিলেন চিন্ময়বাবু। আগামিকাল মঙ্গলাবার তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছে তার পরিবার।

প্রসঙ্গত, চিন্ময়বাবুর জন্ম ১৯৪০ সালের ১৬ জানুয়ারি বাংলাদেশের কুমিল্লায়। রুপোলি পর্দায় কমেডিয়ান হিসেবে জনপ্রিয় হলেও অভিনয় জগতে চিন্ময়বাবুর শুরুটা হয়েছিল থিয়েটারের মঞ্চে।

Bootstrap Image Preview