Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

হিরো আলমের জামিন নামঞ্জুর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯, ১২:৫০ PM আপডেট: ১২ মার্চ ২০১৯, ১২:৫০ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


বগুড়ায় যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় গ্রেফতার ও কারারুদ্ধ আশরাফুল হোসেন ওরফে হিরো আলম জেলা ও দায়রা জজ আদালতেও জামিন পাননি।

গতকাল সোমবার বিকেলে তার জামিনের জন্য আবেদন করেন তার পক্ষের আইনজীবী বগুড়া বার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম। শুনানি শেষে জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার হিরো আলমের জামিন নামঞ্জুর করেন।

অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলামকে জানান, জেলা ও দায়রা জজ আদালতে হিরো আলমের অন্তঃবর্তীকালীন জামিন আবেদন করেন তিনি। কিন্তু বিচারক তা নামঞ্জুর করেছেন। শিগগিরই হাইকোর্টের আবেদন করা হবে।

এর আগে, গত ৭ মার্চ বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হিরো আলমকে হাজির করা হয়। ওই সময় হিরো আলমের জামিনের জন্য আবেদন করেন অ্যাডভোকেট মাসুদুর রহমান স্বপন। শুনানি শেষে বিচারক আহম্মেদ শাহরিয়ার তারিক তার জামিন নামঞ্জুর করে, কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে হিরো আলম বগুড়া কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, নারী নির্যাতনের মামলায় ৬ মার্চ বগুড়া সদর থানায় হিরো আলমকে গ্রেফতার দেখানো হয়েছে। হিরো আলম তার স্ত্রী সাদিয়া বেগম সুমিকে যৌতুকের জন্য নির্যাতন করেন বলে তার শ্বশুর থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে দুই পক্ষকে থানায় ডাকা হয়। বিষয়টি প্রথমে মীমাংসা করার চেষ্টা করা হয়। কিন্তু তা মীমাংসা না হওয়ার কারণে, পরে তাকে আলমকে গ্রেফতার করা হয়। 

Bootstrap Image Preview