Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বের প্রভাবশালী ৫১ নারীর তালিকায় সোনম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ১০:১৪ AM আপডেট: ০৯ মার্চ ২০১৯, ১০:১৪ AM

bdmorning Image Preview


আন্তর্জাতিক নারী দিবস (৮ মার্চ, ২০১৯) উপলক্ষে মার্কিন ম্যাগাজিন ‘ভ্যারাইটি’ প্রতিবছর শোবিজের প্রভাবশালী নারীদের তালিকা প্রকাশ করে। এ বছরও প্রকাশিত হয়েছে তালিকা। এই ম্যাগাজিনে স্থান পেয়েছে বলিউড অভিনেত্রী সোনম কাপুর আহুজা। অবাক করার বিষয় হলোও সত্য, সারা বিশ্বের নারীদের নিয়ে করা এই তালিকার সবার ওপরে উঠে এসেছেন ‘খুবসুরত’ অভিনেত্রী। তালিকা প্রকাশের পর সোনম নিজেও বেশ উত্ফুল্ল। আরো আছেন এবারের অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া কোলম্যান, এমিলি ব্লান্ট, ভারতীয় বংশোদ্ভূত নির্মাতা গুরিন্দর চাধা প্রমুখ।

এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত সোনম। টুইটারে নিজের আনন্দ প্রকাশ করেছেন ৩৩ বছর বয়সী এই তারকা, ‘ও মাই গড! এই অবিশ্বাস্য নারীদের পাশে জায়গা পাওয়া সত্যিই অনেক সম্মানের।’

সোনমের কাজ প্রসঙ্গে ভ্যারাইটির মন্তব্য, গত বছর বলিউডের এই ব্যস্ত অভিনেত্রী নারী ক্ষমতায়নের কমেডি ছবি ‘ভিরে ডি ওয়েডিং’-এ কাজ করেছেন। ভারতের গ্রামীণ নারীদের সাশ্রয়ী মূল্যের স্যানিটারি প্যাড তৈরির লক্ষ্যে কাজ করা একজন মানুষের বায়োপিকে (প্যাডম্যান) দেখা গেছে তাকে।

এছাড়া তার অভিনীত ‘সঞ্জু’ ২০১৮ সালে বলিউডের সবচেয়ে ব্যবসাসফল ছবি হয়েছে। আর এ বছর বলিউডের প্রথম মূলধারার সমকামী ছবিতে (এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা) অভিনয় করেছেন তিনি।

ভ্যারাইটিকে সোনম বলেন, একটি নির্দিষ্ট গণ্ডি ও ছকে পড়ে থাকা ভালো নয়। তাই সবসময় বৃত্ত ভাঙতে চেয়েছি। কোনও প্রচেষ্টাই ছোট নয়। একদিন সবই স্মৃতি হয়ে যাবে। তাই আমার লক্ষ্য যথাসম্ভব সেরাটা দেওয়া।

সোনম এখন ‘দ্য জোয়া ফ্যাক্টর’ ছবির কাজ করছেন। এতে তাকে দেখা যাবে রাজপুত তরুণী জোয়া সিং সোলাঙ্কির ভূমিকায়। ২০১১ সালে ভারতীয় ক্রিকেট দলের জন্য লাকি ছিলেন তিনি।

অনুজা চৌহানের উপন্যাস অবলম্বনে ‘তেরে বিন লাদেন’ খ্যাত অভিষেক শর্মার পরিচালনায় তৈরি হচ্ছে ছবিটি।

Bootstrap Image Preview