Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নারী দিবসে শোবিজ তারকাদের ভাবনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ১২:১০ PM আপডেট: ০৮ মার্চ ২০১৯, ১২:১২ PM

bdmorning Image Preview


আন্তর্জাতিক নারী দিবস আজ। নারীরা তার পরিপূর্ণ অধিকার আদায়ের দাবিতে দীর্ঘকাল ধরে যে আন্দোলন চালিয়ে আসছে, তারই সম্মানস্বরূপ প্রতিবছর বিশ্বজুড়ে ৮ মার্চ নারী দিবস পালন করা হয়। কালের বিবর্তন ও নারীর সমান অধিকার নিয়ে বিশেষ এই দিবসে কথা বলেছেন শোবিজের জনপ্রিয় কয়েকজ জন তারকা। তারকাদের নারী দিবসের টুকরো কিছু অনুভূতিগুলো তুলে ধরা হলো।

মৌসুমী হামিদ

আমি বলব যে দেশ এত বছরের পর বছর ধরে একজন নারীই পরিচালনা করে আসছেন সে দেশের প্রতিটা দিন ই নারী দিবস । নারী সুন্দর ,নারী মা,নারী অর্ধাঙ্গী, নারী কন্যা ,নারীর নাড়ীর ক্ষমতা পুরো পৃথীবি বাঁচিয়ে রাখে ।

শবনম বুবলী

শুধু একদিন নারীদের মর্যাদা না দেখিয়ে সারা বছর দেখানো উচিত। তাহলে সেটা হবে নারীর প্রতি আসল অধিকার প্রদর্শন। আমাদের দেশের নারীরা আগের চেয়ে অনেক ভালো আছেন। আর যারা অবহেলার শিকার হচ্ছেন তারা প্রকৃত শিক্ষা থেকে দূরে আছেন বলেই মনে করি। তাই সকল নারীর এই ব্যাপারে সচেতন হওয়া উচিত।

জয়া আহসান

যার জন্য আমি আজ এখানে আছি, সেই বিশেষ মানুষটি আমার মা। তার দ্বারা প্রদর্শিত পথই আজ আমার স্বপ্নপূরণে সাহায্য করেছে। আমার নারী জনম আলোকিত করে দিয়েছে। এই বিশেষ দিনে, আমার জীবনে মায়ের অবদানের কথা বর্ণনা করতে আমার কাছে যথেষ্ট শব্দ নেই। সবকিছুর জন্য তোমায় ধন্যবাদ মা।

দীপা খন্দকার

আমি কোন নারী দিবসে বিশ্বাসী না। প্রতিটা দিনই আমার আপনার সবার। এই একটা দিনকে বিশেষভাবে পালন করার পক্ষপাতী না আমি। আমার কাছে সব দিনই নারী দিবস।

বাঁধন

আমার ব্যক্তিগত উপলব্ধি যেটা সেটা হলো নারীও একজন মানুষ। আমাদের সমাজ মেয়ে,নারী বলে তাদেরকে সবসময় আলাদা করে রাখে। আমার কথা হলো নারী হলেও সে কিন্ত একজন মানুষ। তাকে মানুষ হিসেবে মূল্যায়ন দিতে জানি না আমরা। যেহেতু আমিও একজন নারী তাই আমি বলবো তাদেরকে প্রাপ্য সম্মানটা দেওয়া হোক। আর নারী দিবস পালন করা নিয়ে আমার কোন বাঁধা নেই। শুধু একটা দিনই নারীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবো আর বাকি দিনগুলো অসম্মান করবো এমনটা যেন না হয়। নারীদের প্রতি সম্মানের বিষয়টা যেন একদিনের হয়ে না যায়,প্রতিটা দিনই যেন একটা নারী তার সম্মানটা পায়। আমাদের মা,মেয়েরা যেন সবসময় নিরাপদ থাকে, সবখানে সম্মানটুকু পায় এটাই হোক সবার চাওয়া।

তানহা তাসনিয়া

নারী দিবস আসলে ঘটা করে পালন করার কিছু নেই বরংচ আমরা যদি আমাদের পরিবারসহ সব নারীদের মন থেকে সম্মান করি,তাদেরকে মূল্য দেই তবে সেটাই হবে নারী দিবসের স্বার্থকতা। বিশ্বের সকল নারীদের প্রতি অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।

সাবরিনা সাকা নিসা

নারীর অধিকার প্রতিষ্ঠা করতে, নারী সমাজকে এগিয়ে নিয়ে যেতে যুগে যুগে যে সকল মহীয়সী নারীরা নিজেদেরকে উৎসর্গ করেছিলেন তাদের ত্যাগেরই উজ্জল দৃষ্টান্ত আমাদের নারীদের বর্তমান অবস্থা।

সাবিলা নূর

সত্যি বলতে আমার কাছে মনে হয়,নারী দিবস পালন করতে কোন উপলক্ষ বা বিশেষ দিনের প্রয়োজন পড়ে না। আমাদের মায়েরা কিন্তু কোনো বিশেষ উপলক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত রান্নাঘরে ব্যস্ত থাকে না। আমাদের বোনরা কিন্তু তাদের ছোট ভাই-বোনকে একটা গিফট্ কিনে দেওয়ার জন্য শুধু কোনো বিশেষ দিনেই পাবলিক বাসে চড়ে টিউশনি করতে যায় না। তাই আমার কাছে মনে হয় প্রতিটা দিনই নারী দিবস। এর জন্য আলাদা কোন দিবস এর প্রয়োজন নেই। আর একটা বিশেষ ধন্যবাদ সেইসব পুরুষদের যারা তাদের জীবনসঙ্গীকে প্রতিদিন ভালো কিছু করতে উৎসাহ দেয়।

Bootstrap Image Preview