Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশে কমেছে সিনেমা নির্মাণ, বাড়ছে হতাশা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০২:৩৬ PM আপডেট: ০৭ মার্চ ২০১৯, ০২:৩৬ PM

bdmorning Image Preview


এফডিসিতে গত বছর থেকে কমতে শুরু করেছে সিনেমা নির্মাণ। এর সঙ্গে জড়িতদের হাতে কাজ নেই বললেই চলে। অধিকাংশ তারকা শিল্পী এখন ওয়েব সিরিজ শর্টফিল্মের দিকে ছুটছেন। বর্তমান সময়ের নায়ক-নায়িকাদের অনেকেও দেশ-বিদেশে ওয়েব সিরিজের শুটিং-এ ব্যস্ত। এসব শিল্পীদের মধ্যে পপি, আঁচল আঁখি, দীপালি আক্তার তানিয়া, সাঞ্জু জন, শিপন, রাহা তানহা খান আরও অনেকেই রয়েছেন এ তালিকায়।

এমন একটি সময় ছিল তখন চলচ্চিত্র শিল্পীরা বড় পর্দার বাইরে কাজ করতে চাইতেন না। কিন্তু বর্তমানে চলচ্চিত্র নির্মাণ কমে যাওয়াতে শিল্পী ও নির্মাতারাও বিকল্প পথ বেছে নিচ্ছেন।

ক্যারিয়ারে একের পর এক ছবি নির্মাণ করা পরিচালক সাফি উদ্দিন সাফিও ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন বলে জানা গেছে।

গত সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় এফডিসি ঘুরে ফিরে দেখা যায় কোথাও কোনো শুটিং নেই। ঠিক ঠাক লাইটও জ্বলছে না। মান্না ডিজিটাল কমপ্লেক্সের দিকে বেশ কয়েকটি গাড়ি দাড় করানো ছিল। 

এফডিসিতে খোঁজ নিয়ে জানা যায়, আগামী ৮ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বার্ষিক বনভোজনের পারফর্মের জন্য ভেতরে কয়েকজন শিল্পী অনুশীলন করছেন। সেখান থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দিকে যেতেই সমিতির সাধারণ সম্পাদক ও নায়ক জায়েদ খানের সঙ্গে দেখা। 

এ ব্যাপারে নায়কের ভাষ্য মতে, অনেকেই বলে থাকেন শিল্পী সমিতি কেন সিনেমা প্রযোজনা করছে না। সিনেমা প্রযোজনা করা কিন্তু শিল্পী সমিতির কাজ না। চলচ্চিত্র প্রযোজক সমিতিকে কার্যকর করতে হবে। আমাদের সিনিয়ররা প্রযোজক সমিতিকে কার্যকরের জন্য সম্প্রতি মিটিং করেছেন। আশা করি এখান থেকে হয়তো ভালো ফল আসবে।

এই বিষয় এ প্রজন্মের নায়ক শাহরিয়াজ জানান, ১৫ মার্চ তার অভিনীত ‘বউ বাজার’ নামে একটি ছবি মুক্তির পেতে যাচ্ছে। তার বিপরীতে আছেন রাহা তানহা খান। সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য এসেছিলেন। কিন্তু এফডিসির কোনো শুটিং ফ্লোরে কাজ নেই, এই দশা দেখে তার নিজেরও মন খারাপ।

তিনি আরও জানান, আমাদের শুরুটা ভালোই ছিল। তখন প্রায় প্রতিটি ফ্লোরেই শুটিং চলেছে। হঠাৎ সেই উন্মাদনা কোথায় যেন হারিয়ে গেল।

নিয়মিত চলচ্চিত্রে কাজ না থাকায় এখন চলচ্চিত্রের অনেক শিল্পী ও নির্মাতাও ভিন্ন মাধ্যমের কাজে ঝুঁকছেন।

এ ব্যাপারে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উপ-মহাসচিব শাহীন সুমন জানিয়েছেন, এটা সত্যি চলচ্চিত্র নির্মাণ কমে গেছে। আমাদের অঙ্গনে যারা জড়িত তাদের সবাইকেই একটা লাইফস্টাইল মেইনটেইন করতে হয়। ফলে কেউ কেউ বিকল্প পথে হাঁটছেন। তবে চলচ্চিত্র মাধ্যমটাই আলাদা। বেশি ছবি নির্মাণ হলেই যে সবাই কাজ পাবেন তা কিন্তু না। প্রতিভা, যোগ্যতা বা দর্শক চাহিদার উপরেই একেকজন শিল্পী ও কলাকুশলী নির্বাচন করা হয়ে থাকে। আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভালো খারাপ সময় এটা থাকেই ফলে সবাইকে মিলে মিশে সংকট নিরসন করতে হবে।

Bootstrap Image Preview