Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গুরুর জন্মদিনে ভক্তের গান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:০২ PM আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:০২ PM

bdmorning Image Preview


‘আমি আমার মনে মনে গাইছি একটা গান/আমি জানি এই গানটা শুনছেন আজম খান/আমার গানে আজম খানের হাত ধরে দাঁড়ান/জিম মরিসন পিট সিগারের সঙ্গে বব ডিলান’ এমনই কথায় গুরু আজম খানকে উৎসর্গ করে একটি গানে কণ্ঠ দিয়েছেন তরুণ প্রজন্মের সংগীতশিল্পী সৌর।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) এই কিংবদন্তি শিল্পীর ৬৯তম জন্মদিন। ‘গুরু’র বিশেষ দিন উপলক্ষে বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে সৌরর গাওয়া গানটির মিউজিক ভিডিও। গানটি লিখেছেন ধ্রুব এষ।

গানটি প্রসঙ্গে সৌর বলেন, ‘আমাদের আদর্শ শিল্পী সর্বজন-শ্রদ্ধেয় আজম খান। তার প্রশংসা করে শেষ করা যাবে না। দেশ ও গানের জন্য তার ত্যাগ অপরিসীম। তার মতো বিশাল মানুষকে শ্রদ্ধা জানিয়ে গুরুবন্দনার মধ্য দিয়েই মুক্তি পাচ্ছে আমার প্রথম মিউজিক ভিডিও।’

আজম খানের আসল নাম মাহবুবুল হক খান। তার বাবা আফতাবউদ্দিন আহমেদ ও মা জোবেদা খাতুন। চার ভাই তিন বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।

আজম খান ১৯৭০ সালে টিঅ্যান্ডটি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর ১৯৭১ সালে বাবার অনুপ্রেরণায় অংশ নেন মহান মুক্তিযুদ্ধে। প্রশিক্ষণ শিবিরে তার গাওয়া গান মুক্তিযোদ্ধাদের প্রেরণা যোগাতো।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আজম খান গানকেই পেশা হিসেবে বেছে নেন। ১৯৭২ সালে বিটিভিতে ‘এতো সুন্দর দুনিয়ায় কিছুই রবে না’ গানটি প্রচারের পর তুমুল জনপ্রিয়তা ও প্রশংসা পান পপগুরু। এরপর থেকেই তার গান ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি প্রান্তে।

প্রসঙ্গত, ২০১১ সালের ৫ জুন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান আজম খান। তার চলে যাওয়ার ৮ বছর হয়ে গেলেও এখনো জনপ্রিয়তা একটুও কমেনি। আজও ভক্ত-শ্রোতাদের প্রিয়শিল্পী হয়েই আছেন পপগুরু। বেঁচে আছেন তার গানের মাঝে।

Bootstrap Image Preview