Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক কুদ্দুস বয়াতি 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৫৭ PM আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৫৭ PM

bdmorning Image Preview


লোকগানের জনপ্রিয় গায়ক কুদ্দুস বয়াতি গুরুতর অসুস্থ। খাদ্যনালীর সমস্যায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ায় তাকে মহাখালীর বক্ষব্যাধী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কুদ্দুস বয়াতির ছেলে ইলিয়াস।

ইলিয়াস বলেন, আব্বা গত ৭-৮ দিন ধরে কিছু খেতে পারছিলেন না। দুইদিন আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে আমরা তাঁকে হাসপাতালে ভর্তি করেছি।

কুদ্দুস বয়াতির সঙ্গে কথা বলে জানা গেছে, এই মুহূর্তে তিনি মহাখালীর বক্ষব্যাধী হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। অসুস্থতায় প্রায় নুয়ে পড়েছেন তিনি। কণ্ঠে উঠে এল সেই শীতলতা।

অসুস্থতার বিষয় কুদ্দুস বয়াতি বলেন, আমি ৭-৮ দিন ধইরা খাইতে পারি না। আমাগো ময়মনসিংহের এম এ আজিজ সাহেব এইখানে ভর্তি করাইয়া দিছেন। আমার খাদ্যনালীতে কঠিন সমস্যা, ডাক্তাররা চেষ্টা করতাছেন।

Bootstrap Image Preview