Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সালাউদ্দিন লাভলু আশঙ্কামুক্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০১:২৬ PM আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০১:২৬ PM

bdmorning Image Preview


গেলো রবিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন জনপ্রিয় নাট্য ও চলচ্চিত্র নির্মাতা ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু। রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তিনি ভালো আছেন।

সালাউদ্দিন লাভলু বলেন, ‘আমি ভালো আছি। এখন স্যালাইন চলছে। আজ (১৮ ফেব্রুয়ারি) বিকালের মধ্যেই বাসায় ফিরতে পারবো। চিকিৎসক বলেছেন, কয়েকদিন বিশ্রামে থাকতে হবে। এরপর কাজে ফিরতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন। যেনো সবসময় সুস্থ থাকতে পারি।’

প্রসঙ্গত, সালাউদ্দিন লাভলু পরিচালিত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে আছে ভবের হাট, গরু চোর, চাক্কুওয়ালী, সার্ভিস হোল্ডার, তৃতীয় পুরুষ, ঢোলের বাদ্য, বংশ রক্ষা, শীল বাড়ি, সুখ-অসুখের সালতামামী, চোর ফাঁদ, ব্যস্ত ডাক্তার, পত্রমিতালী, গাধা নগর, রঙ্গের মানুষ, বাহাদুর ডাক্তার, শালিস সমাচার। এছাড়া সালাউদ্দিন লাভলু পরিচালিত ‘মোল্লা বাড়ীর বউ’ সিনেমাটি এ যাবত কালের দেশের উল্লেখযোগ্য ব্যাবসা সফল ছবিগুলোর মধ্যে একটি।

Bootstrap Image Preview