Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জঙ্গি হামলায় বিতর্কিত মন্তব্য করে বিপাকে সিদ্ধু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:০৪ PM আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:০৪ PM

bdmorning Image Preview


ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামার জঙ্গি হামলায় রিজার্ভ পুলিশের ৪৯ সদস্য নিহত হওয়ার সূত্রে মন্তব্য করে বিপাকে পড়েছেন পাঞ্জাব প্রদেশের কেবিনেট মন্ত্রী এবং কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিদ্ধু।

গত বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিশেষায়িত বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এর গাড়ি বহরে অ্যামবুশ করে জঙ্গিরা ৪৯ জনকে হত্যার পর পুরো ভারত আক্রোশে ফুঁসে ওঠে। এ ঘটনায় পাকিস্তানকে সন্দেহ করে উত্তেজনাকর মন্তব্য-প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকেই।

এসময় সিদ্ধু বলেছিলেন, ‘যে ঘটনা ঘটেছে পুরো আন্তর্জাতিক মহলে এর নিন্দা হওয়া উচিত। ভেতর থেকে আত্মপোলব্ধি হওয়া দরকার। আলোচনার মধ্যমে একটি স্থায়ী সমাধান হওয়া দরকার। আন্তর্জাতিক কমিউনিটিকে সঙ্গে নিয়ে চাপ সৃষ্টি হওয়া দরকার। কাউকে গালি দিয়ে এর সমাধান হবে না ভাই।’

এ সময় কোনো দেশের নাম উল্লেখ না করে সিদ্ধু প্রশ্ন তুলেছিলেন, মুষ্টিমেয় কিছু লোকের জন্য পুরো জাতিকে কি দোষারোপ করা যায়? ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা সিদ্ধুর এ মন্তব্যই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের ‘দালালি’ করার অপবাদ নিয়ে এবার তাকে ছাড়তে হচ্ছে জনপ্রিয় টিভি কমিডি শো ‘দ্য কপিল শর্মা শো’।

সিদ্ধুর বক্তব্য নিয়ে সনি চ্যানেল এবং তাদের ওই অনুষ্ঠানকেও লোকজন এই সূত্রে টেনে আনছে। যা সনি টিভির জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই তারা কপিল শর্মা শো থেকে সিদ্ধুকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে এরই মধ্যে সিদ্ধুর স্থানে অর্চনা পূরন সিংকে নিয়ে কয়েকটি এপিসোড শ্যুট করা হয়েছে।

Bootstrap Image Preview