Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘গহর বাদশা ও বানেছা পরী’র মঞ্চায়ন শনিবার, অনলাইনেও মিলবে টিকিট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৪৫ PM আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৪৫ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


নাগরিক নাট্যাঙ্গন-এর ২০তম প্রযোজনা ও হৃদি হকের নির্দেশনায় নাটক ‘গহর বাদশা ও বানেছা পরী’ আগামী শনিবার ১৬ই ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় সেগুনবাগিচাস্থ বাংলাদেশ জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে।

দক্ষিণাঞ্চলের লোকগাঁথা কাহিনি অবলম্বনে নাটকটির পুনর্কথন ও নির্দেশনা দিয়েছেন হৃদি হক। সেই সঙ্গে বানেছা পরী চরিত্রে অভিনয় করেছেন তিনি। উজিরের চক্রান্তে গিলামাইট বনে গহর বাদশার দুর্দশা ও বানেছা পরীর সঙ্গে তার প্রেমের আখ্যান নিয়ে এগিয়েছে নাটকটির গল্প।

৬০ জনের একটি দল এ নাটকে কাজ করছেন। নাটকটির কোরিওগ্রাফি করেছেন নৃত্যশিল্পী ওয়ার্দা রিহ্যাব। সংগীত পরিচালনা করছেন কামরুজ্জামান রনি। সেট পরিকল্পনায় রয়েছেন সাজু খাদেম। আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান।

আলোক প্রক্ষেপন করেছেন জয়নাল আবেদিন পবন। কোরিওগ্রাফি করেছেন হৃদি হক ও সুমন আহমেদ। পোশাক পরিকল্পনায় ছিলেন মাহমুদুল হাসান মুকুল। দ্রব্য সামগ্রী নির্মাণ –করেছেন দীপক সরকার ও তরুণ।

বিশাল ক্যানভাসের গহর বাদশা ও বানেছা পরীতে অভিনয় করছেন হৃদি হক, হাবিব বাহার, জুয়েল জহুর, সুমন আহমেদ, শামিম আহমেদ, আসিব চৌধুরী, সুতপা বড়ুয়া, বিশ্বজিৎ ধর সহ অনেকে।

নাগরিক জীবনে মানুষের ব্যস্ততার কারণে ইচ্ছা থাকা সত্বেও মাঝে মাঝে পছন্দের নাটকটি দেখা হয় না সময়মতো টিকিট সংগ্রহ করতে না যেতে পারার জন্য। এমন ব্যস্ত মানুষদের জন্য এবার সুখবর নিয়ে হাজির হয়েছে নাগরিক নাট্যাঙ্গন। দর্শকদের সুবিধার কথা চিন্তা করে অনলাইনেও টিকিটের ব্যবস্থা করেছে নাগরিক নাট্যাঙ্গন।

এ ক্ষেত্রে ‘গহর বাদশা ও বানেছা পরী’ নাটকটি দেখতে নিচের এই লিংকটিতে ক্লিক করে টিকিট কেনা যাবে।

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSewyb_g-DWO907xz1nwlin8c_4j8o8SliceS3tDaONIwxHZyQ/viewform

Bootstrap Image Preview