Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সারাদেশের ৫২ হলে ‘ফাগুন হাওয়ায়’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ১২:০০ PM আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ১২:০০ PM

bdmorning Image Preview


আজ (১৫ ফেব্রুয়ারি) সারাদেশের ৫২ সিনেমা হলে মুক্তি পেয়েছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত বহুল প্রতীক্ষিত ছবি ‘ফাগুন হাওয়ায়’। ছবিটি পরিবেশনা করছে অভি কথাচিত্র।

প্রতিষ্ঠানটির কর্ণধার জাহিদ হাসান অভি বলেন, ‘ফাগুন হাওয়ায়’ চাইলেই ১০০ হলে মুক্তি দেওয়া যেত। ছবি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ। কিন্তু বেশি নয়, ভাষা আন্দোলনের ছবি তাই ৫২ হলে মুক্তি দিয়ে যাত্রা শুরু করছি। আশা করছি, সপ্তাহ বাড়ার সঙ্গে সঙ্গে হল বাড়বে।‘

টিটু রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মাণের পাশাপাশি ছবিটির সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন তৌকীর আহমেদ। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম আহমেদ। এছাড়াও বিভিন্ন চরিত্রে আরো আছেন সাজু খাদেম, রওনক হাসান, ফজলুর রহমান বাবু, আফরোজা বানু, শহীদুল আলম সাচ্চু ও আবুল হায়াত। বলিউডের ‘লগন’খ্যাত অভিনেতা যশপাল শর্মাকে পাকিস্তানি পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে।

যেসব হলে চলছে 'ফাগুন হাওয়ায়'-

Bootstrap Image Preview