Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘ভালোবাসা শরীর দিয়ে শুরু হয়, তারপর মনে পৌঁছায়’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৩৪ PM আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৩৪ PM

bdmorning Image Preview


গেলো ৮ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে অঞ্জন দত্তের সিনেমা ‘ফাইনালি ভালোবাসা’। যেখানে তিনটি প্রেমের গল্পের কোথাও অসমবয়সের প্রেম, কোথাও থ্রিলার প্রেম আবার কোথাও সমকামী প্রেম। ভিন্ন ভিন্ন এমন প্রেমের মিশেলে কেন সিনেমা বানালেন তিনি?

এ প্রসঙ্গে অঞ্জন দত্ত বলেন, ‘সত্যিকারের ভালোবাসাকে খুঁজে পাওয়া শক্ত। সত্যিকারের ভালোবাসা পাওয়া খুবই কঠিন। সবশেষে ভালোবাসা আসে। তার থেকে বড় কিছু নেই। এই তিনটা গল্পই ভালোবাসা খুঁজছে। এই রাইমা-অরিন্দম ও অর্জুনের গল্পটা একটু থ্রিলার। আমার ও শৌরসেনীর গল্পটা একটু মজার। অনির্বাণ ও সুপ্রভাতের গল্পটা অত্যন্ত প্যাশনেট একটা রোম্যান্টিক একটা মেলড্রামাটিক গল্প। ক্রাইসিসটাই ভালোবাসা। শরীর দিয়ে শুরু হয়, তারপর মনে গিয়ে পৌঁছায়।

তিনি আরও বলেন, ‘লাভ অ্যাট ফার্স্ট সাইটে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না প্রেম প্রথম দেখায় হয়। প্রথম দেখায় যেটা হয় সেটা আকর্ষণ। যৌনতা গুরুত্বপূর্ণ। যৌন আকর্ষণ না থাকলে পার্টনারের প্রতি প্রেম হয় না। তবে এটা টেম্পোরারি। তারপর আস্তে আস্তে সত্যিকারের প্রেমটা হয়। যৌনতা বাদ দিয়ে ভালোবাসা হয় বলে আমার মনে হয় না। এটা নিয়ে ছবি করার আগে বিতর্ক হয়েছিল। টিমের সঙ্গে আলোচনা করেছিলাম অনেক। কিন্তু, যৌনতা শেষ কথা নয়। অ্যাডাল্ট একটা কনসেপ্ট। এটাকে ইউ সার্টিফিকেট দেওয়া হয়েছে। তাঁদের মনে হয়েছে এটা সকলের দেখা উচিত।’

Bootstrap Image Preview