Bootstrap Image Preview
ঢাকা, ২২ বৃহস্পতিবার, আগষ্ট ২০১৯ | ৭ ভাদ্র ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

মেয়ের দ্বিতীয় বিয়েতে নাচলেন রজনীকান্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৫০ PM আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৫০ PM

bdmorning Image Preview


ছোট মেয়ে সৌন্দর্য্যকে ফের বিয়ে দিলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। দ্বিতীয় বিয়ে হলেও আয়োজনের কমতি ছিলো না। বেশ ধুমধাম করে কন্যাদান করেছেন এই অভিনেতা। সম্প্রতি সেই আয়োজনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে রজনীকান্তকে নাচতে দেখা যায়।

জানা যায়, গেলো শনিবার অনুষ্ঠিত হয় যৌথ সঙ্গীত ও মেহেদী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন। সেখানে জমিয়ে নেচেছেন রজনীকান্ত।

সৌন্দর্য্য’র বরের নাম বিশাগণ ভানঙ্গামুদি। বিশাগণ একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিক এবং একজন অভিনেতাও। সম্প্রতি মনোজ ভীদার চলচ্চিত্র ‘ভানজগর উলাগামে’ তাকে দেখা গেছে।

সৌন্দর্য্য একজন গ্রাফিক ডিজাইনার এবং চলচ্চিত্র নির্মাতা। ধানুষ ও কাজল অভিনীত ‘ভেলাইলা পট্টাধারী ২' সিনেমার নির্দেশনা দিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, সৌন্দর্য্য ও বিশাগণ দু’জনেরই দ্বিতীয় বিয়ে এটি। সৌন্দর্য্য’র একটি ছেলেও রয়েছে। অশ্বিনের সঙ্গে তার প্রথম বিয়ে হয়েছিল।

Bootstrap Image Preview