Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাবিব-তাহসানের গ্র্যামি অ্যাওয়ার্ড দেখতে যাওয়া সার্থক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৩৩ PM আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৩৩ PM

bdmorning Image Preview


যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস শহরের স্টেপলস সেন্টারে অনুষ্ঠিত হতে হয়েছে গ্র্যামি মিউজিক অ্যাওয়ার্ড’র ৬১তম আসর। বাংলাদেশ থেকে সেখানে যোগ দিয়েছেন জনপ্রিয় দুই সংগীত তারকা হাবিব ওয়াহিদ ও তাহসান আহমেদ। অ্যাওয়ার্ড না জিতলেও সেখানে যাওয়া সার্থক হয়েছে তাদের।

কারণ অনুষ্ঠান শেষে ভারতের কিংবদন্তি সঙ্গীত পরিচালক এ আর রহমানের সঙ্গে দেখা হয় হাবিব ও তাহসানের। তার সঙ্গে আলাপের পর দু’জন আলাদাভাবে সেলফিবন্দি হয়ে মুহূর্তটি স্মরণীয় করে রাখেন।

সোমবার (১১ ফেব্রুয়ারি) এ আর রহমানের সঙ্গে তোলা সেলফিগুলো নিজ নিজ ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন হাবিব ও তাহসান।

কাইনেটিক মিউজিকের আমন্ত্রণে বাংলাদেশ থেকে তারা দু’জন গ্র্যামি অ্যাওয়ার্ডের আসরে যাওয়ার সুযোগ পেয়েছেন। দুই বছর আগে তাহসান একবার অংশ নিলেও এবারই প্রথম হাবিব অংশ নিলেন।

যাওয়ার আগে হাবিব বলেন, ‘প্রতি বছর কাইনেটিক মিউজিকের আমন্ত্রণে বাংলাদেশ থেকে একজন সঙ্গীতশিল্পী গ্র্যামি অ্যাওয়ার্ডে যাওয়ার প্রস্তাব পেয়ে থাকেন। সেই ধারাবাহিকতায় এবার তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠান উপভোগ করতে যাচ্ছি। ভালোই লাগছে, এমন একটি অনুষ্ঠানে উপস্থিত হতে যাচ্ছি ভেবে।’

অনুষ্ঠান শেষে পাঁচ-ছয় দিন সেখানে বিশ্রাম নেবেন হাবিব। এরপর ১৬ ফেব্রুয়ারি ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। দুই দিনের যাত্রা শেষে ১৮ ফেব্রুয়ারি দেশে ফিরবেন তিনি।

Bootstrap Image Preview