Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নায়করাজের জন্মদিনে আগের জৌলুস নেই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৯, ০৪:১৫ PM আপডেট: ২৩ জানুয়ারী ২০১৯, ০৪:১৫ PM

bdmorning Image Preview


আজ (২৩ জানুয়ারি) নায়করাজ রাজ্জাকের ৭৮তম জন্মদিন। বেঁচে থাকতে পরিবার ও সহকর্মীদের নিয়ে জন্মদিন পালন করেছেন তিনি। তার শূন্যতাকে বরণ করেই চলছে জন্মদিনের আয়োজন। তবে আগের মতো এখন আর নায়করাজের বাসভবনে লোকজনের সমাগম নেই।

এ প্রসঙ্গে রাজ্জাকের ছোট ছেলে সম্রাট বলেন, ‘আব্বার জন্মদিনের প্রস্তুতি শুরু হয়ে যেত আগের দিন বিকেল থেকে। বাবুর্চি আসতেন। হাট থেকে বড় গরু আনা হতো। বাসার ভেতরে চলত রান্নার বিশাল আয়োজন। জন্মদিনে সকাল থেকে বাসায় মানুষজনের ভিড় লেগে থাকত। গভীর রাত পর্যন্ত আমাদের বাসায় আসতেন চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট প্রযোজক, পরিচালক, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক আর অভিনয়শিল্পীরা। আব্বার বন্ধুরা আসতেন। অনেকে তো সারা দিন থাকতেন, আড্ডা দিতেন। সাংবাদিক ও আব্বার ভক্তরা আসতেন। আব্বা বেশির ভাগ সময় দরজায় দাঁড়িয়ে সবাইকে নিজে স্বাগত জানাতেন। আম্মাও সেদিন অতিথিদের দেখাশোনার পাশাপাশি নিজেই নানান কিছু রান্না করতেন। আব্বার জন্মদিন শেষ হতো পরদিন দুপুরে।’

তিনি আরো বলেন, ‘মৃত্যুর পর আজ তাঁর দ্বিতীয় জন্মদিন। কিন্তু মাত্র দুই বছরেই চিত্রটা একেবারে পাল্টে গেছে। এখন আর কেউ খোঁজ নেয় না, আসা তো দূরের কথা। আমার মনে হয়, এটাই বাস্তব। আমরা এই কঠিন বাস্তবকে মেনে নিয়েছি।’

প্রসঙ্গত, ১৯৪২ সালের ২৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন রাজ্জাক। বেঁচে থাকলে ৭৮ বছরে পা রাখতেন তিনি। ২০১৭ সালের ২১ আগস্ট সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান নায়করাজ। তিনি না থাকলেও তার কাজ তাকে বাঁচিয়ে রেখেছেন। তার মতো অভিভাবক হয়তো আর কখনো পাওয়া যাবে না। তিনি এক, তিনি মহান।

Bootstrap Image Preview