Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এলআরবির হয়ে মঞ্চ মাতাবেন বালাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৯, ১০:৩১ AM আপডেট: ২১ জানুয়ারী ২০১৯, ১০:৩১ AM

bdmorning Image Preview
সংগৃহীত


কিংবদন্তি সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চু মৃত্যুবরণ করেছেন কিছুদিন আগে। তার মৃত্যুর শোক এখনো ভুলতে পারেনি তাঁর পরিবার, স্বজন ও ভক্ত-শ্রোতারা। তাঁর স্মরণে এখনো চলছে নানা আয়োজন। ২৪ জানুয়ারি সন্ধ্যা ৭টায় ‘আ ট্রিবিউট টু আইয়ুব বাচ্চু’ শিরোনামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে গুলশানের ‘ক্রিম ডে লা ক্রিম কফি’। অনুষ্ঠানে এলআরবির সঙ্গে অতিথি ভোকাল হিসেবে গাইবেন বালাম, যিনি নিজেও একসময় ব্যান্ড [ওয়ারফেজ] করতেন। পাশাপাশি এলআরবির সদস্যরাও দু-একটি করে গান গাইবেন।

এলআরবির ম্যানেজার শামীম আহমেদ বলেন, ‘ক্রিম ডে লা ক্রিম কফির মালিকের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক। তিনি বাচ্চু ভাইকে খুব পছন্দ করেন। বাচ্চু ভাইয়ের প্রতি ভালোবাসা থেকেই তাঁকে উৎসর্গ করে অনুষ্ঠানটি করছেন। এরই মধ্যে বালাম আমাদের সঙ্গে বসে বাচ্চু ভাইয়ের কিছু গান তুলেছে। আমরা আরো প্র্যাকটিস করব।’ 

শামীম আরো জানান, মাঝে এলআরবির সঙ্গে কয়েকটি কনসার্টে গাইলেও বাচ্চুর ছেলে আহনাফ আবার কানাডায় ফিরে গেছেন। নতুন ভোকাল না পাওয়া পর্যন্ত অতিথি ভোকাল নিয়ে কনসার্ট চালিয়ে যাবে এলআরবি।

Bootstrap Image Preview