Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লাইফ গোল্ড মিডিয়ার 'ময়নার ইতিকথা' গাইলেন ফজলুর রহমান বাবু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০১৯, ০৩:৫৩ PM আপডেট: ১৩ জানুয়ারী ২০১৯, ০৩:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


অভিনয়ের পাশাপাশি জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু গানও গেয়ে থাকেন। সেই সাথে সিনেমায় প্লেব্যাকও করেন তিনি। সম্প্রতি লাইফ গৌল্ড মিডিয়ার প্রযোজনায় 'ময়নার ইতিকথা' নামে নতুন একটি সিনেমায় তিনি প্লেব্যাক করেছেন। গানের শিরোনাম মন পবনের নাও। আহমেদ ইউসুফ সাবেরর কথায়, প্লাবণ কোরেশী সুরে গানটির সঙ্গীত করেছেন মন। সিনেমাটি পরিচালনা করছেন বাবু সিদ্দিকী। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নবাগত রাসেল।

লাইফ গৌল্ড মিডিয়ার কর্ণধার আজীম খাঁন বিডিমর্নিংকে বলেন, ‘ময়নার ইতিকথা’ মাটি ও মানুষের হৃদয়ের গল্পের উপর নির্মিত একটি চলচ্চিত্র। এই সিনেমায় ফজলুর রহমান বাবুর কণ্ঠে গাওয়া 'মন পবনের নাও' ভিন্নমাত্রা যোগ করবে।

আজীম খাঁন আরও বলেন, লাইফ গৌল্ড মিডিয়া প্রতিনিয়তই চলচ্চিত্রের মাধ্যমে সমাজ সেবা মুলক কার্যক্রম পরিচালনা করবে । ময়নার ইতিকথার মাধ্যমে দেশ এবং সমাজের মাদক এবং যৌতুক নিরাময়ে বেশ ভূমিকাও রাখবে বলে মনে করেন। মাদক ও যৌতুকের বিরুদ্ধে এমন সিনেমায় অবশ্যই জনসচেতনতা গড়ে উঠবে।

এ গানটি প্রসঙ্গে সুরশিল্পী প্লাবণ কোরেশী বলেন, বাবু ভাই অভিনয়ে যেমন সুদক্ষ, গানেও তেমন। অভিনয়ের পাশাপাশি ‘ইন্দবালা’ গান দিয়ে তিনি দুই বাংলার শ্রোতাদের মন জয় করেছেন। এবার তার জন্য ‘মন পবনের নাও’ শিরোনামের গানটি করলাম। দারুণ গেয়েছেন তিনি। আশা করি গানটি সবার ভালো লাগবে।

এদিকে ফেসবুক লাইভে এসে গানটি প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, গানটি ভালো হয়েছে। সিনেমাটির জন্য শুভকামনা। আমি চাই, হলে গিয়ে দর্শকরা সিনেমাটি দেখুক।

Bootstrap Image Preview