Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, জুলাই ২০১৯ | ৩ শ্রাবণ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

এই অভিনেত্রীর নাম কি?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০১৯, ০৩:৩০ PM আপডেট: ১২ জানুয়ারী ২০১৯, ০৩:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ছবিটি দেখে বেশ জটিলতা সৃষ্টি হয়। কে এই অভিনেত্রী? তবে উত্তর মিলবে ছবিটি একটু ভালো করে খেয়াল করলে। এই আর কেউ নন অভিনেতা আনিসুর রহমান মিলনই হচ্ছেন ছবির মানুষটি। মিলন গেল ক’বছর নাটকের চেয়ে সিনেমার দিকেই বেশি ঝুঁকে আছেন। চরিত্রাভিনেতা হিসেবে আসছে সফলতাও। তার অভিনীত সর্বশেষ ছবি ‘স্বপ্নের ঘর’ মুক্তি পেয়েছে ২১ ডিসেম্বর। এটি ছিল গত বছর মুক্তি পাওয়া ঢালিউডের শেষ ছবি।

এদিকে নতুন বছরে এসে আজই (১২ জানুয়ারি) প্রথম শুটিংয়ে অংশ নিলেন ব্যস্ত এই অভিনেতা। জানালেন, বছরের শুরুটা করছেন একটি বিশেষ সিরিজ নাটকের মাধ্যমে। এটির নাম ‘জুলি বিউটিফুল’। নাটকটির নাম ভূমিকাতেই দেখা যাবে তাকে।

মিলন বলেন, ‘বছরের প্রথম কাজ শুরু করলাম। ইউনিটে ঢুকে নিজের চরিত্র আর গেটআপ-মেকআপ নিয়ে ভালোই লাগছে! আমার ছবি দেখে নিশ্চয় বুঝতে পারছেন, চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং হবে। আমিও প্রস্তুত। আশা করছি মজার একটি সিরিয়াল উপহার দিতে পারবো দর্শকদের।’

মিলন জানান, ‘জুলি বিউটিফুল’ নামের এই নাটকটি রচনা ও পরিচালনা করছেন বিপ্লব হায়দার। প্রযোজনা করছেন মীর ফকরুদ্দিন ছোটন। এতে আনিসুর রহমান মিলন ছাড়াও প্রথম লটে শুটিং করছেন মিলন ভট্ট, অ্যানি খান, ওয়ালিউল হক রুমি প্রমুখ।

ধারাবাহিকটি শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচার শুরু হওয়ার কথা রয়েছে।

Bootstrap Image Preview