Bootstrap Image Preview
ঢাকা, ২২ মঙ্গলবার, জানুয়ারী ২০১৯ | ৮ মাঘ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

শেষ পর্যন্ত সালমানের স্ত্রী হচ্ছে সোনাক্ষী!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০১৯, ০৯:৫৭ PM আপডেট: ১০ জানুয়ারী ২০১৯, ০৯:৫৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সালমান খানের স্ত্রী হচ্ছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তবে এটা বাস্তবে নয় দেখা যাবে বলিউড সিনেমা ‘দাবাং থ্রি’র ফ্রেমে। ‘দাবাং’ বলিউডে বেশ সাড়া ফেলেছিলো। সিনেমাটির তিন নম্বর সিক্যুয়েল আবারো সেই সালমান খান এবং সোনাক্ষী সিনহার জুটিকেই দেখতে পাবেন দর্শকরা। এ বছর থেকেই ‘দাবাং থ্রি’ শুটিং শুরু হবে।

তবে ‘দাবাং থ্রি’ তে এবারও কি মালাইকা অরোরার উপস্থিতি থাকবে। সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। অন্যদিকে আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর ‘দাবাং থ্রি’ থেকে মালাইকা বাদ পড়ছেন বলে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

সম্প্রতি ‘কলঙ্ক’ শুটিং করে মুম্বাইতে ফিরেছেন সোনাক্ষী। এরপর অক্ষয় কুমারের ‘মিশন মঙ্গল’ ও দেখা যাবে তাকে। সেই সঙ্গেই এবার ফের ‘দাবাং থ্রি’ র জন্য প্রস্তুতি শুরু করলেন তিনি।

অন্যদিকে ‘দাবাং থ্রি’ নিয়ে সালমান খান নিজে কিছু না বললেও, তার ভাই আরবাজ খান ইতোমধ্যে ‘দাবাং থ্রি’ র শুটিং শুরু হবে বলে জানিয়ে দিয়েছেন।

বর্তমানে আলী আব্বাস জাফরের পরিচালনায় ‘ভারত’ সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন সালমান খান। তার সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কাইফ, দিশা পাটানি ও সুনীল গ্রোভারও।

Bootstrap Image Preview