Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আবারও ফিরছেন 'মুন্নাভাই'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০১৯, ০২:১৬ PM আপডেট: ১০ জানুয়ারী ২০১৯, ০২:১৬ PM

bdmorning Image Preview


শহরের নামী গুন্ডা মুন্নাভাই, বাবার অপমানের বদলা নিতেই ডাক্তারি পড়তে ভর্তি হয় মুম্বইয়ের ‘টপ’ মেডিক্যাল কলেজে। তারপর পুরোটাই ইতিহাস।

২০০৩ সালের ‘মুন্নাভাই এমবিবিএস’ ছবিতে মুন্না ভাই ও তাঁর সাকরেদ সারকিট যে যাত্রা শুরু করেছিল, তার দ্বিতীয় পর্ব যেন আরও এক ধাপ এগিয়ে যায় ২০০৬ সালের ‘লাগে রহো মুন্নাভাই’ ছবিতে। যেখানে, গুন্ডা হয়েও শুধুমাত্র ‘গাঁধীগিরি’ করেই সকলের মন করে নেয় মুন্না ও সারকিট।

উল্লিখিত দু’টি ছবিরই মূল চরিত্রে দেখা গিয়েছিল সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ারসিকে। দুটি ছবিরই ভিন্ন দুটি চরিত্রে ছিলেন বোমান ইরানি। 

সম্প্রতি, ‘সারকিট’ আরশাদ ওয়ারসি এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, মুন্নাভাই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্ব করার কথা ভাবছেন পরিচালক রাজকুমার হিরানি। সব ঠিক থাকলে, চলতি বছরের মাঝামাঝি থেকেই ছবির কাজ শুরু হতে পারে। না হলে, এ বছরের শেষ দিকে তা হবে।

বর্তমানে ছবির স্ক্রিপ্ট নিয়ে কাজ চলছে বলেও জানান আরশাদ। তৃতীয় ছবিতেও তিনি এবং সঞ্জয় দত্ত থাকবেন বলেই জানিয়েছেন সারকিট। এ ছাড়া ছবির গল্প নিয়ে কিছু বলেননি তিনি।

Bootstrap Image Preview