Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, জুলাই ২০১৯ | ২ শ্রাবণ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

আমি নারী "মানুষ" কলা গাছ নয়

বিডিমর্নিং : গোলাম মোস্তফাঃ
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০১৯, ১০:৫৪ AM আপডেট: ১০ জানুয়ারী ২০১৯, ১০:৫৬ AM

bdmorning Image Preview


আমি নারী "মানুষ" কলা গাছ নয়

মো:গোলাম মোস্তফা (দুঃখু)

 

আমি নারী ”মানুষ” কলা গাছ নয়!

তোমরা কেন এমন ভাবো,

নারী তোমাদের দাসী হয়।

 

মা বলে ডাকো যাকে,

সবার আগে সে মানুষ।

 

তার পর সে নারী,

কলা গাছ নয়!

 

লালসা যখন জানোয়ারের চোখে,

নারী তখন ভয়ে থাকে।

 

বাঁচার জন্য লড়াই করে,

সমাজ নিয়মের সাথে।

 

এবার থামুন - না হয়,

নারী হবে ভয়ংকর।

 

বাঁচতে দাও - পৃথিবীর বুকে।

নিশ্বাস নিতে দাও – জীবন ভূবনে,

বাবার মার হাসি হয়ে।

 

ধর্ষণ হলে জেল নয়!

মৃত্যুদন্ডের দাবি জানাই,

নারী সমাজের হয়ে।

Bootstrap Image Preview