Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দর্শকদের জন্য উপহার এনেছিল চিরকুট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ০৩:৪২ PM আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ০৩:৪২ PM

bdmorning Image Preview


কলকাতায় এসে সিনেমা দেখব না, তা হয়? এখানকার সাধারণ একটি প্রেক্ষাগৃহে কলকাতার একটি বাংলা ছবি দেখা উচিত। কিন্তু কোনটি? ‘রসগোল্লা’ দেখুন, পরামর্শ দিলেন কলকাতার মেয়ে আনিতা চৌধুরী।

সে সাংবাদিকতায় পিএইচডি করছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তিনি এসেছিলেন বাংলা উৎসবে চিরকুটের গান শুনবেন বলে। গুগলে সার্চ করে সিনেমাটির প্রদর্শনীর সময় বের করে দিলেন, শনিবার (৫ জানুয়ারি) বিকেলে সদ্য পরিচিতা আনিতা।

ম্রিয়মাণ উৎসবকে চাঙা করেছে বাংলাদেশের ব্যান্ড চিরকুটগতকাল শনিবার নজরুল মঞ্চে বাংলা উৎসবের দ্বিতীয় দিনের শেষ পরিবেশনা ছিল বাংলাদেশের ব্যান্ড চিরকুটের। কেউ ভাবতেই পারে নি যে ম্রিয়মাণ উৎসবকে চাঙা করে তুলবে বাংলাদেশের এই ব্যান্ড।

কথায়, সুরে, গানে আর বাদ্যের ঝংকারে কলকাতাবাসীকে নাচিয়ে ছেড়েছে চিরকুট। ইমন চৌধুরীর গিটারে হঠাৎই বাংলাদেশের জাতীয় সংগীত বেজে উঠলে আসন ছেড়ে উঠে দাঁড়ান সবাই। এরপর শিহরণ জাগানো বাদ্যে 'ধনধান্য পুষ্পে ভরা', 'মরে যাব', 'আহারে জীবন', 'জাদুর শহর', 'কানামাছি', 'না বুঝি দুনিয়া' গানগুলো দিয়ে দলটি দর্শকদের নিয়ে যায় রোমাঞ্চের তুঙ্গে।

ব্যান্ডের নামাঙ্কিত টি–শার্ট উপহার হিসেবে এনেছিল চিরকুট। মঞ্চ থেকে দর্শকদের সেসব উপহার দেন চিরকুটের প্রধান শিল্পী শারমিন সুলতানা সুমি। আর নিজেদের জন্য শুভকামনা প্রত্যাশা করে বলেন, প্রথমবার এই মঞ্চে গাইতে এসে আপনাদের প্রতিক্রিয়ায় অনুপ্রাণিত হলাম।

Bootstrap Image Preview