Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাহরুখের গান না বাজলে শিক্ষার্থীরা স্কুলে আসে না!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৯, ০৩:৫৩ PM আপডেট: ০৩ জানুয়ারী ২০১৯, ০৩:৫৩ PM

bdmorning Image Preview


‘তুঝে দেখা তো ইয়ে জানা সানম’ গান বাজালেই ঝাঁকে ঝাঁকে কোমলমতি শিক্ষার্থীরা স্কুলে ছুটে আসে। টানা দশ মিনিট গান বাজানোর পরেই শুরু হয় প্রতিদিনের ক্লাস। আফ্রিকা মহাদেশের উত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট দেশ ইথিওপিয়াতে এমন চিত্র দেখা যায়।

একেবারে পিছিয়ে পড়া এই দেশে শিশুরা স্কুলে আসতেই চায় না। কারণ ক্ষুধা ও দারিদ্র তাদের নিত্যদিনের সঙ্গী। পেটে ক্ষুধা নিয়ে কে-বা পড়তে চায়। তাই তো ব্যতিক্রমী পন্থা অবলম্বন করেছেন শিক্ষকেরা।

অনগ্রসর এই দেশের মানুষেরা বলিউড ছবির অন্ধ ভক্ত। ৭ বছরের শিশু থেকে শুরু করে সত্তর বছরের বয়স্ক সবার প্রথম পছন্দ বলিউড ছবি। আট দশকেরও বেশি সময় ধরে ইথিওপিয়ার মানুষেরা বলিউডের ভক্ত। বিশেষ করে সেখানে শাহরুখ খান অভিনীত ছবির ভক্তই বেশি। শাহরুখের যেকোনো ছবি তাদের পছন্দের প্রথম তালিকায়।

উল্লেখ্য, ইথিওপিয়ানরা বলিউডের ছবির ভাষা বোঝার জন্য অনুবাদকের দ্বারস্থ হন। এখানে আছে বহু অনুবাদক। ‘কাল হো না হো’, ‘বাজিগর’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘জব তক হ্যায় জান’ বা ‘মুজসে শাদি করোগি’, ‘কহো না পেয়ার হ্যায়’— ছবি ও ছবির গান এই দেশে অত্যন্ত জনপ্রিয়।

Bootstrap Image Preview