Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রীকে তারকাদের ফুলেল শুভেচ্ছা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০১৯, ০৬:৩৯ PM আপডেট: ০২ জানুয়ারী ২০১৯, ০৬:৪৬ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে। এই বিজয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতো এবং চতুর্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

এরই মধ্যে বিশ্ব নেতারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। এবার দেশের জনপ্রিয় তারকা শিল্পীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন। গেলো ৩১ ডিসেম্বর রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ ও ফেরদৌস। তারা ফুল দিয়ে শেখ হাসিনা ও তার নতুন সরকারকে শুভেচ্ছা জানান।

এদিকে বছরের প্রথমদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, পূর্ণিমা, সঙ্গীত তারকা ও অভিনেতা তাহসান খান, নির্মাতা মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ, মাজনুন মিজান, তারিন জাহানসহ একঝাঁক তারকাশিল্পী।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে অপু বিশ্বাস লিখেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন। আবারও জাতির অগ্রযাত্রার হাল ধরছেন আপনি। আপনার নেতৃত্বে সংস্কার ও উন্নয়নে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয়তু শেখ হাসিনা।’

চিত্রনায়ক রিয়াজ লিখেছেন, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু, প্রাণপ্রিয় শেখ হাসিনা দীর্ঘজীবী হউন। প্রিয় বাংলাদেশ বাংলাদেশ মাথা উঁচু করে বেঁচে থাকুক অনন্তকাল।’

অভিনেত্রী তারিন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘অভিনন্দন জননেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ আপনাকে আপনার বলিষ্ঠ অগ্রযাত্রায়। ১৬ কোটি মানুষের আস্থা ও ভরসার জায়গা আপনি ..এই নিরঙ্কুশ বিজয়ে আপনাকে শুভেচ্ছা। আপনি সুস্থ থাকুন, দীর্ঘ দিন বেঁচে থাকুন আমাদের মাঝে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়তু শেখ হাসিনা।’

চিত্রনায়ক ইমন লিখেছেন, ‘অভিনন্দন প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের প্রথম কাতারে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছি।’

অভিনেত্রী শামীমা তুষ্টি লিখেছেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ এর বিজয়ের মাসে বিপুল বিজয়, আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ফুলের অর্ভ্যত্থনা, এ বিজয় জনতার এ বিজয় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির।’

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ লিখেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা তৃতীয়বারের মতো নিরঙ্কুশ বিজয়ের শুভেচ্ছা।’

প্রসঙ্গত, এবারের নির্বাচনী প্রচারণার শুরু থেকেই মাঠে সরব ছিলেন তারকারা। নির্বাচনী প্রচারণায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গেছেন তারা।

Bootstrap Image Preview