Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘নৌকা মার্কায় ভোট দিও মা’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৯:৫০ PM আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৯:৫০ PM

bdmorning Image Preview


রাত পোহালেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এখন চারপাশে পিন পিন নিরবতা বিরাজ করছে। যোগ্য প্রার্থীকে বেছে নিয়ে দেশকে উন্নয়নের দিকে ধাবিত করার প্রয়াশে একাত্মবদ্ধ জনগণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ তাদের যোগ্য নেতা/দলকে নিয়ে নিজস্ব মতবাদ তুলে ধরেছেন। তাদেরই একজন তারকা নির্মাতা, অভিনেত্রী ও হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওন। বিডিমর্নিং পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

‘পুত্রদ্বয়ের মেজাজ কিঞ্চিৎ খারাপ। কেন উনারা দু’জন ভোট দিতে পারবেন না! এই প্রশ্নে আমি জর্জরিত। তাদের মাতা এইবার প্রথমবারের মতো ভোট দিবেন! (আগে কেন ভোট দিতে পারেন নাই- এই প্রশ্ন করিয়া তাদের মাতাকে বিব্রত করিবেন না।) বড়পুত্রের বার বার জিজ্ঞাসা- “মা তুমি কোন মার্কায় ভোট দিবা..?” “তুমি একটু সাজেশন দাও তো বাবা...” আমার কৌতুহলী মন জানতে চায়। “নৌকা মার্কায় ভোট দিও মা।”

দু’সপ্তাহ আগে তাদের নিয়ে গিয়েছিলাম ‘HASINA- A Daughter’s Tale’ দেখাতে। কণিষ্ঠজন পুরোপুরি না বুঝলেও একের পর এক প্রশ্ন করে গেছে। আর আমার সচেতন বড়পুত্র বার বার শিউরে উঠেছে। তারপর বাড়ি ফিরে গুগলের সাহায্য নিয়ে জেনে নিয়েছে অনেক কিছু। শুনেছে ৭ মার্চ ১৯৭১ এর জাতির পিতার বজ্রকণ্ঠ। পড়েছে ১৫ আগষ্ট ১৯৭৫ এর কালোরাত্রির কথা। মা আর নানির মুখে শুনেছে ২১ আগস্ট ২০০৪ এর ভয়াবহ গ্রেনেড হামলার বিস্তারিত। তার নিরীহ জিজ্ঞাসা- “বঙ্গবন্ধুর পুরো পরিবারকে মেরে ফেললো কেন মা..! শেখ রাসেল তো ‘kid’ ছিল, তাকেও মেরে ফেললো..! ২১ আগষ্ট গ্রেনেড দিয়ে শেখ হাসিনাকেও মেরে ফেলতে চেয়েছিলো তাই না মা..? কেন..?”

এই ‘কেন’ গুলোর উত্তর আমি দিতে পারিনি আমার পুত্রকে। উত্তর দিতে চাই-ই নি হয়তো। ১২ বছরের বিশুদ্ধ কোমল মনটাকে কঠিন কথাগুলো বলতে ইচ্ছা হয়নি। তার উত্তর সে নিজেই খুঁজে নিবে এই বাংলাদেশের মাটিতে। আমাদের দায়িত্ব শুধু সে-ই পবিত্র বাংলাদেশটা তাদের হাতে তুলে দেয়া যেখানে ইতিহাস বদলে দেয়ার কোনো চেষ্টাই আর কখনও সফল হবে না। তাই আমাদের মার্কা নৌকা।’

Bootstrap Image Preview