Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'কোনো শক্তি আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৬ PM আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৬ PM

bdmorning Image Preview
ছবি- সংগৃহীত


বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী মডেল-অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম অভিযোগ করে বলেছেন, তার সমস্ত পোলিং এজেন্টদের হুমকি দেয়া হয়েছে তারা যেন কেন্দ্রে না যায়। নির্বাচনী অফিস ভাঙচুর ও সমস্ত পোস্টার ছিঁড়ের ফেলা হচ্ছে।

নির্বাচনের একদিন আগে আজ শনিবার গণমাধ্যম কর্মীদের নিকট এ অভিযোগ করেন আলোচিত এই প্রার্থী। 

এ সময় হিরো আলম বলেন, নির্বাচন থেকে আমাকে সরানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু কোনো শক্তি আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না। যত আঘাত আসুক আমি মাঠে আছি, থাকব।

 

অভিযোগ করে তিনি আরও জানান, জেলার নন্দীগ্রামের ৩ নং ভাদুরিয়া ইউনিয়নে আমার নির্বাচনী অফিস ভাঙচুর এবং পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। এছাড়াও ৫ টি ইউনিয়নের সমস্ত ভোটকেন্দ্রের সামনের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে।

কর্মী ও পোলিং এজেন্টদের হুমকি দেয়া হচ্ছে এরকম অভিযোগ করে তিনি বলেন, আমার সমস্ত পোলিং এজেন্টদের হুমকি দেয়া হয়েছে তারা যেন কেন্দ্রে না যায়। আমার কর্মী নজরুল, রাসেল, মোস্তফাসহ আরো অনেককেই ক্রমাগত ফোনে হুমকি দেয়া হচ্ছে। আমাকে নির্বাচন থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু কোনো শক্তি আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না। যত আঘাত আসুক আমি মাঠে আছি, থাকব।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন হিরো আলম। 

Bootstrap Image Preview