Bootstrap Image Preview
ঢাকা, ২৩ রবিবার, ফেব্রুয়ারি ২০২০ | ১১ ফাল্গুন ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

ভারতের সেরা অভিনেত্রী জয়া আহসান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৫:১৫ PM আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৫:১৫ PM

bdmorning Image Preview


দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তাকে শুধু জনপ্রিয় বললে ভুল হবে, প্রভাবশালীও বটে। আর তাইতো এ বছরের সেরা বাঙালি নারী অভিনেত্রীদের তালিকায় উঠে এসেছে তার নাম।

কলকাতায় মুক্তি পাওয়া বাংলা চলচ্চিত্রগুলোর অভিনেত্রীদের থেকে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বেছে নিয়েছেন সেরা কয়েকজনকে। তাতেই জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই গুণী অভিনেত্রী।

এ প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘আমার কাছে যেকোনো অর্জন শুধু স্বীকৃতি নয়, এটা আমাকে আরও ভালো কাজ করার জন্য উৎসাহ ও অনুপ্রেরণা জোগায়। দেশের বাইরের একটি প্রভাবশালী সংবাদমাধ্যম থেকে এমন স্বীকৃতি নিঃসন্দেহে অনেক বড় পাওয়া।’

টাইমস অব ইন্ডিয়ার এ তালিকায় অন্য নারী অভিনেত্রীদের মাঝে আছেন বলিউড অভিনেত্রী কাজলের মা অভিনেত্রী তনুজা (সোনার পাহাড়), মমতা শঙ্কর (আহারে মন), চূর্ণী গাঙ্গুলি (দৃষ্টিকোণ), চিত্রাঙ্গদা চক্রবর্তী (আহারে মন), পাওলি দাম (আহারে মন), সারা সেনগুপ্ত (উমা) ও শৌরসেনী মৈত্র (জেনারেশন আমি)।

Bootstrap Image Preview